Tense :-
ইংরেজি ব্যাকরণে Tense খুবই গুরুত্বপূর্ণ । ইংরেজি শেখার প্রারম্ভিক ধাপই হল Tense . Tense কে ইংরেজি ব্যাকরণের heart বা হৃদপিণ্ড বলা যেতে পারে । তাই Tense শেখা খুবই জরুরী । Tense বিষয়টি ভালো ভাবে আয়ত্ত করে নিতে পারলে ইংরেজি ব্যাকরণের পরবর্তী ধাপ গুলি খুব সহজেই শিখে নেওয়া যায় ।
Tense শেখার সহজ কৌশল :-
Tense ভালোভাবে আয়ত্ত করতে হলে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে --
- Parts of Speech সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে ।
- Subject, Verb, Object সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে ।
What is Tense ?
"Tense" শব্দটি ল্যাটিন শব্দ 'Tempus' থেকে এসেছে যার অর্থ কাল বা সময় । Verb বা ক্রিয়ার কালকে Tense বলে ।
Tense definition :-
সমস্ত কাজেরই একটা না একটা সময় থাকে ।
Verb বা ক্রিয়ার সংঘটিত হওয়ার এই সময় বা কালকে Tense বলা হয় ।
Types of Tenses :-
বাংলার মতই ইংরেজিতেও verb বা ক্রিয়ার তিনটি কাল বা Tense আছে । যথা -
১. Present Tense ( বর্তমান কাল )
২. Past Tense ( অতীত কাল )
৩. Future Tense ( ভবিষ্যৎ কাল )
প্রতিটি Tense কে আবার চারটি ভাগে ভাগ করা হয় । যেমন -
ক. Indefinite
খ. Continuous
গ. Perfect
ঘ. Perfect continuous
এইভাবে প্রতিটি Tense কে চারটি ভাগে ভাগ করলে Tense এর মোট সংখ্যা দাঁড়াচ্ছে বারোটি ।
এছাড়াও Past participle নামে verb এর আরও একটি রুট আছে । Perfect Tense হলেই verb এর Past Participle রূপ বসে ।
Definition of Present Tense :-
Present Tense এর বাংলা হল বর্তমান কাল । অর্থাৎ বর্তমান কালের কোন কাজ verb এর যে রূপের মধ্য দিয়ে প্রকাশ পায় তাকে Present Tense বলে ।
যেমন -
I have a pen - আমার একটি কলম আছে ।
He is my best friend - সে আমার সবচেয়ে ভালো বন্ধু ।
উপরের প্রথম বাক্যে 'have' verb দ্বারা বোঝা যাচ্ছে যে আমার একটি কলম বর্তমানে আছে । আবার দ্বিতীয় বাক্যে 'is' verb দ্বারা বোঝা যাচ্ছে যে সে আমার সবচেয়ে ভালো বন্ধু এখনও আছে যা বর্তমান ।
Definition of Past Tense :-
Past Tense এর বাংলা হল অতীত কাল ।
অর্থাৎ অতীত কালের কোন কাজ বোঝাতে verb এর যে রূপ ব্যবহৃত হয় তাকে Past Tense বলে ।
যেমন -
১. I had a story book - আমার একটা গল্পের বই ছিল ।
২. My uncle came last week - আমার মামা গত সপ্তাহে এসেছিলেন ।
উপরের প্রথম বাক্যে 'had' verb দ্বারা বোঝা যাচ্ছে যে আমার একটি গল্পের বই ছিল কিন্তু এখন নেই অর্থাৎ সেটা অতীত । আবার দ্বিতীয় বাক্যে 'came' verb দ্বারা বোঝা যাচ্ছে যে আমার মামা গত সপ্তাহে এসেছিলেন যা অতীত ।
Definition of Future Tense :-
Future Tense এর বাংলা হল ভবিষ্যৎ কাল ।
অর্থাৎ ভবিষ্যৎ কালের কোন কাজ বোঝাতে verb এর যে রূপ ব্যবহৃত হয় তাকে Future Tense বলে ।
যেমন -
১. My cousins will come tomorrow - আমার খুড়তুতো ভাই বোন কালকে আসবে ।
২. I will buy a new shirt - আমি একটা নতুন জামা কিনব ।
উপরের প্রথম বাক্যে 'will come' verb দুটির দ্বারা বোঝা যাচ্ছে যে আমার খুড়তুতো ভাই বোন কালকে আসবে অর্থাৎ তারা এখনো আসেনি । আবার দ্বিতীয় বাক্যে 'will buy' verb দুটি দ্বারা বোঝা যাচ্ছে যে আমি একটা নতুন জামা কিনব অর্থাৎ এখনও কিনিনি ।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন