Interjection definition and examples, what is Interjection

Interjection ( আবেগসূচক অব্যয় )

Parts of Speech এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো Interjection .

Definition of Interjection :-

যে Word বা শব্দ দ্বারা মানুষের মনের বিভিন্ন ভাব যেমন - আনন্দ, দুঃখ, আবেগ, উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশ করা যায় তাকে Interjection বা আবেগসূচক অব্যয় বলে ।
যেমন - Oh ( ওঃ ), Alas ( হায় ), Hurrah ( কি মজা ), Fie ( ছিঃ ) ইত্যাদি ।
এই ধরনের শব্দের পর বিস্ময়সূচক চিহ্ন ( ! ) বসে ।

বাক্যে ব্যবহার -
Hurrah ! I have passed the exam .
Alas ! He has lost his father .
Bravo ! You have done this .

Other important topics :-


Types of Interjection :-

Interjection কে ছয় ভাগে ভাগ করা যায় । যথা -
১. Interjection of Greeting
২. Interjection of Joy
৩. Interjection of Approval
৪. Interjection of Surprise
৫. Interjection of Grief/Pain
৬. Interjection of Attention

Interjection of Greeting :-

যে Interjection দ্বারা কাউকে সম্বোধন করা বোঝায় তাকে Interjection of Greeting বলে ।
যেমন - Hi !, Hello ! ইত্যাদি ।

Interjection of Joy :-

যে Interjection দ্বারা কোন কোন আনন্দ বা সুখ এর প্রকাশ ঘটে তাকে Interjection of Joy বলে ।
যেমন - Yippee !, Hurrah ! ইত্যাদি ।

Interjection of Approval :-

যে Interjection দ্বারা কোন কিছুকে সমর্থন করা বোঝায় তাকে Interjection of Approval বলে ।
যেমন - Bravo !, Splendid ! ইত্যাদি ।

Interjection of Surprise :-

যে Interjection দ্বারা কোন বিস্ময়ের প্রকাশ ঘটে তাকে Interjection of Surprise বলে ।
যেমন - What !, Oh ! ইত্যাদি ।

Interjection of Grief/Pain :-

যে Interjection দ্বারা কোন দুঃখ বা বেদনার প্রকাশ ঘটে তাকে Interjection of Grief/Pain বলে ।
যেমন - Ah !, Alas ! ইত্যাদি ।

Interjection of Attention :-

যে Interjection দ্বারা কোন কিছুর প্রতি মনোযোগ বা আকর্ষণ বোঝায় তাকে Interjection of Attention বলে ।
যেমন - Look !, Listen ! ইত্যাদি ।