What Is Case in Grammar, Case in English

Case ( কারক )

ইংরেজিতে কারক কে Case বলে ।

Case কাকে বলে ?

বাক্যের Noun বা Pronoun এর সঙ্গে অন্য Word বা শব্দের সংযোগকে Case বলে ।

অন্যভাবে বললে, Sentence এর Noun বা Pronoun এর সঙ্গে Verb এর যে সম্পর্ক থাকে তাকেই Case বলে ।

Case কয় প্রকার ও কি কি ?

Case বা কারক পাঁচ প্রকারের । যথা -
১. Nominative Case ( কর্তৃকারক ) 
২. Objective Case ( কর্মকারক )
৩. Possessive Case ( সম্বন্ধ পদ )
৪. Vocative Case ( সম্বোধন পদ )

Nominative Case কাকে বলে ?

যে Noun বা Pronoun বাক্যের কাজকে সম্পাদন করে তাকে Nominative Case বলে ।

যেমন - Rahul is a good boy - রাহুল একটি ভাল ছেলে ।
They play cricket - তারা ক্রিকেট খেলে ।

এই দুটি বাক্যে Verb -এর কাজ সম্পাদন হচ্ছে Rahul এবং They এর দ্বারা অর্থাৎ Rahul এবং They হল Nominative Case .

Objective Case কাকে বলে ?

যে Noun বা Pronoun দ্বারা বাক্যের ক্রিয়াপদ এর অর্থ সম্পূর্ণ হয় তাকে  Objective Case বলে ।
Noun ও pronoun -কে কি, কাকে, কোথায় দিয়ে প্রশ্ন করা হলে যে উত্তর পাওয়া যায় তাই হল Objective Case .

যেমন - He eats rice - সে ভাত খায় ‌।
They play cricket - তারা ক্রিকেট খেলে ।

এই দুটি বাক্যে rice এবং cricket হল Objective Case .

Possessive Case কাকে বলে ?

বাক্যের যে Noun বা Pronoun অন্য কোন Noun বা Pronoun এর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে Possessive Case বলে ।

সাধারণত Noun এর সঙ্গে apostrophe ( ' ) এবং s যোগে Possessive Case হয় ।

যেমন - Rabi's pen is green - রবির কলমটি সবুজ ।
My uncle's hair is grey - আমার কাকার চুলগুলি ধূসর ।

উপরের প্রথম বাক্যে Rabi ( Noun ) সম্পর্ক স্থাপন করেছে pen ( Noun ) এর সঙ্গে অর্থাৎ Rabi হল Possessive Case .

আবার দ্বিতীয় বাক্যে My uncle ( Noun ) সম্পর্ক স্থাপন করেছে hair ( Noun ) এর সঙ্গে অর্থাৎ My uncle হল Possessive Case .

Vocative Case কাকে বলে ?

বাক্যে যে Noun বা Pronoun কে সম্বোধন বা আদেশ করে কিছু বলা হয় তাকে Vocative Case বলে ।

যেমন - Lata come here - লতা এখানে এসো ।
Ranit sit down - রনিত বসে পড়ো ।

উপরের দুটি বাক্যে Lata এবং Ranit কে সম্বোধন করে বলা হয়েছে তাই Lata এবং Ranit হল Vocative Case .


Other important topics :-

Word

Sentence