Conjunction ( সংযোজক অব্যয় )
Parts of Speech এর একটি অন্যতম অংশ হলো Conjunction বা সংযোজক অব্যয় ।
Definition of Conjunction :-
যে Word বা শব্দ দুটি Sentence এর মধ্যে বসে Sentence দুটিকে পরস্পরের সাথে সংযুক্ত করে তাকে Conjunction বলে ।
যেমন - And, But ইত্যাদি ।
দুটি Sentence -কে যুক্ত করে বলে Conjunction কে Linker ও বলা হয় ।
Classification/Types of Conjunction :-
Conjunction -কে মূলত তিন ভাগে ভাগ করা যায় । যথা -
১. Co-ordinating Conjunction
২. Sub-ordinating Conjunction
৩. Cor-relative Conjunction
Definition of Co-ordinating Conjunction :-
যে Conjunction দুটি সম গঠন যুক্ত Word, Sentence বা Main Clause কে যুক্ত করে তাকে Co-ordinating Conjunction বলে ।
যেমন - and, but, or, so, such, yet ইত্যাদি ।
Co-ordinating Conjunction চার প্রকারের । যথা -
- ক. Cumulative Conjunction :-
যে Conjunction দুই বা ততোধিক এক জাতীয় Co-ordinate Clause কে যুক্ত করে তাকে Cumulative Conjunction বলে ।
যেমন - He was poor and blind .
- খ. Alternative Conjunction :-
যে Conjunction দুইটি ভাবের মধ্যে একটিকে বোঝাতে সাহায্য করে তাকে Alternative Conjunction বলে ।
যেমন - She likes neither tea nor coffee .
- গ. Adversative Conjunction :-
যে Conjunction দুইটি ভাবের মধ্যে তুলনা বা পার্থক্য বোঝায় তাকে Adversative Conjunction বলে ।
যেমন - He is poor but honest .
- ঘ. Illative Conjunction :-
যে Conjunction কোনো সম্পর্ক, অনুমান বা সিদ্ধান্ত বোঝাতে ব্যবহৃত হয় তাকে Illative Conjunction বলে ।
যেমন - The teacher was absent therefore the students went back home .
Other important topics :-
Definition of Sub-ordinating Conjunction :-
যে Conjunction একটি Sub-ordinate Clause কে একটি Main Clause এর সঙ্গে যুক্ত করে তাকে Sub-ordinating Conjunction বলে ।
যেমন - Although, until, unless, so that, before ইত্যাদি ।
Definition of Cor-relative Conjunction :-
যে সমস্ত Conjunction জোড়া শব্দ ( সাধারণত যেগুলি বিপরীতার্থক বা পরিপূরক সম্পর্কযুক্ত ) Word, Phrase অথবা Clause কে পরস্পরের সাথে যুক্ত করে তাকে Cor-relative Conjunction বলে ।
যেমন - neither....nor, either....or, not only.... but also ইত্যাদি ।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন