What is Noun ?
এককথায় যে কোনো প্রকারের নামই হল Noun .
যেমন - Ram, Kolkata ইত্যাদি ।
Definition of Noun :-
যে Word দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান প্রভৃতির নাম বোঝায় তাকে Noun বলে ।যেমন - Book ( বই ), Bird ( পাখি ), Delhi ( দিল্লি ) ইত্যাদি ।
Classification of Noun / Noun এর শ্রেণিবিভাগ :-
অর্থের তারতম্য অনুযায়ী শ্রেণিবিভাগ -
অর্থের তারতম্য অনুযায়ী Noun -কে পাঁচটি ভাগে ভাগ করা হয় । যথা -
১. Proper Noun ( সংজ্ঞাবাচক বিশেষ্য )
২. Common Noun ( জাতিবাচক বিশেষ্য )
৩. Collective Noun ( সমষ্টিবাচক বিশেষ্য
৪. Material Noun ( বস্তুবাচক বিশেষ্য )
৫. Abstract Noun ( গুণবাচক বিশেষ্য )
Definition of Proper Noun :-
যে Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, নদী, পর্বত, সমুদ্র, দিন, মাস, দেশ ইত্যাদির নাম বোঝায় তাকে Proper Noun বলে ।যেমন - Shyam, Diamond ( হীরা ), Delhi, Ganga, Himalaya, India ইত্যাদি ।
এই শ্রেনীর Noun এর প্রথম অক্ষর সব সময় বড় হাতের হয় বলে এদের Capital Letter Nounও বলা হয় ।
Use in Sentence / বাক্যে ব্যবহার :-
Proper Noun এর আগে A, An বসে না । নদী, পর্বত, জাহাজ, ধর্মগ্রন্থ প্রভৃতির নামের আগে The বসে ।যেমন -
My country is India .
Amal is my best friend .
উপরের দুটি বাক্যে India এবং Amal একটি নির্দিষ্ট দেশ এবং ব্যক্তির নাম বুঝিয়েছে তাই এই দুটি হলো Proper Noun .
Definition of Common Noun :-
যে Noun দ্বারা নির্দিষ্ট একজন ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম না বুঝিয়ে একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রানীর সাধারণ নাম বোঝায় তাকে Common Noun বলে ।যেমন - boy, girl, man, river, tree, bird ইত্যাদি ।
একই শ্রেণীর সাধারণ নাম বোঝায় বলে Common Noun -কে Class Nounও বলা হয় ।
Use in Sentence / বাক্যে ব্যবহার :-
অনির্দিষ্ট কোন কিছুকে বোঝালে Common Noun এর আগে A বা An বসে এবং নির্দিষ্ট কোনো কিছুকে বোঝালে Common Noun এর আগে The বসে ।যেমন - The dog is a faithful animal - কুকুর একটি বিশ্বাসী প্রাণী ।
এখানে The dog বলতে সমগ্র কুকুর জাতিকে বোঝানো হচ্ছে তাই এটি হলো Common Noun .
Definition of Collective Noun :-
যে Noun দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝানো হয় তাকে Collective Noun বলে ।যেমন - army ( সেনাদল ), class, team, flock ( ভেড়ার পাল ), club ইত্যাদি ।
একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি নিয়ে একটা দল গঠিত হয় বলে এই শ্রেণীর Noun কে Group Nounও বলে ।
Use in Sentence / বাক্যে ব্যবহার :-
Collective Noun বলতে সময় বোঝায় ।যেমন - That is an Indian army - ওটা একটা ভারতীয় সেনা দল ।
এখানে army কথাটির মাধ্যমে একটি সমষ্টির কথা বোঝানো হয়েছে তাই এটি হল Collective Noun .
Common Noun ও Collective Noun এর পার্থক্য :-
Common Noun ও Collective Noun এর পার্থক্যটি একটি উদাহরণের সাহায্যে বোঝা যাক ।There are many sheep in a field, but there is only one flock - মাঠে অনেক ভেড়া আছে কিন্তু সেখানে একটি মাত্র ভেড়ার পাল আছে ।
এখানে 'sheep' বলতে সমগ্র ভেড়া জাতির একটি সাধারণ নাম বোঝানো হয়েছে তাই এটি হলো Common Noun কিন্তু 'flock' বলতে ভেড়ার একটি দলকে অর্থাৎ সমষ্টিকে বোঝানো হয়েছে তাই এটি হলো Collective Noun .
Definition of Material Noun :-
যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে বোঝায় তাকে Material Noun বলে ।যেমন - gold, silver, iron ( লোহা ), water, milk, air ইত্যাদি ।
Use in Sentence / বাক্যে ব্যবহার :-
Material Noun এর বহুবচন হয় না এবং তার আগে কোনো Article বসে না । কোন Material Noun কে নির্দিষ্ট করে বোঝানো হলে সেক্ষেত্রে তার আগে The বসে ।যেমন - The bench is made of wood -
বেঞ্চটি কাঠের তৈরি ।
এখানে bench এর মূল উপাদান হলো কাঠ বা wood . তাই wood হল Material Noun .
Definition of Abstract Noun :-
যে Noun দ্বারা কোন কিছু কাজ, দোষ, গুণ, অবস্থা ইত্যাদির নাম বোঝায় তাকে Abstract Noun বলে ।যেমন - honesty, kindness, cruelty, laughter, talking, childhood, strength ইত্যাদি ।
প্রসঙ্গত উল্লেখ্য, Abstract Noun কে দেখা বা স্পর্শ করা যায় না শুধু অনুভব করা যায় ।
Use in Sentence / বাক্যে ব্যবহার :-
সাধারনত Abstract Noun এর আগে কোনো Article বসে না । তবে কোনো কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায় ।যেমন - Honesty is the best policy - সততাই সবচেয়ে ভালো নীতি ।
এখানে Honesty শব্দটির দ্বারা গুণের প্রকাশ পাচ্ছে অর্থাৎ Honesty হল Abstract Noun .
এছাড়াও অর্থের তারতম্যের ভিত্তিতে Noun এর আরো একটি প্রকারভেদ রয়েছে ।
Compound Noun :-
একটি Noun ও আরো এক বা একাধিক Parts of Speech মিলিত হয়ে একক অর্থ প্রকাশ পেলে তাকে Compound Nounবলে ।
যেমন - glass house, lunch box ইত্যাদি ।
গণনার ভিত্তিতে Noun এর শ্রেণীবিভাগ -
গণনার ভিত্তিতে Noun কে দুই ভাগে ভাগ করা যায় । যথা -
১. Countable Noun
২. Uncountable Noun
Definition of Countable Noun :-
যে সব Noun কে গণনা করা যায় তাদের Countable Noun বলে ।যেমন - book, table, man ইত্যাদি ।
এই তিনটি শব্দকেই গণনা করা যায় এরা হলো Countable Noun .
Countable Noun এর আগে Article ব্যবহৃত হয় ।
যেমন - the book, a table, a man ইত্যাদি ।
সাধারণত Common Noun হল Countable Noun .
Definition of Uncountable Noun :-
যে সব Noun কে গণনা করা যায় না তাদের Uncountable Noun বলে ।যেমন - water, milk, rice ইত্যাদি ।
এই তিনটি শব্দকে গণনা করা যায় না শুধু মাত্র পরিমাপ করা যায় তাই এরা হলো Uncountable Noun .
Uncountable Noun এর আগে Article ব্যবহৃত হয় না ।
যেমন - some rice, little water ইত্যাদি ।
সাধারণত Proper Noun, Collective Noun, Material Noun এবং Abstract Noun হল Uncountable Noun .
Other important topics :-
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন