Preposition definition and examples, preposition meaning in bengali


Preposition ( পদান্বয়ী অব্যয় )

Parts of Speech এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো Preposition .

What is Preposition ?

Preposition এর 'Pre' এর অর্থ 'আগে' এবং 'position' এর অর্থ 'অবস্থান' । অর্থাৎ যার আগে অবস্থান তাই হল Preposition .

Definition of Preposition :-

যে Word কোন Noun বা Pronoun এর আগে বসে ওই Noun বা Pronoun এর সঙ্গে Sentence এর অন্য কোন Word এর সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে ।
যেমন - on, in, at, under, between ইত্যাদি ।

Preposition ব্যাপারটি একটি বাক্যের সাহায্যে বোঝা যাক -
The cat is on the table - বিড়ালটি টেবিলের উপরে আছে ।
এখানে 'on' শব্দটি Noun ( the table ) এর আগে বসেছে এবং এই Sentence এরই অন্য একটি Noun ( The cat ) এর সঙ্গে Noun ( the table ) এর সম্পর্ক স্থাপন করেছে । অর্থাৎ 'on' শব্দটি হলো Preposition .

Position of Preposition :-

সাধারণত Noun বা Pronoun এর আগে Preposition বসে ।
যেমন - The man is sitting under the tree .
Relative or Interrogative Pronoun যদি Preposition এর Object ( কর্ম ) হয় তাহলে Preposition Sentence -এর শেষে বসে ।
যেমন - This is the person whom I speak to .

Types of Preposition :-

Preposition সাধারণত তিন ধরনের হয় । যথা -
১. Simple Preposition
২. Double Preposition
৩. Compound Preposition

Simple Preposition :-

ব্যবহার সহ Simple Preposition গুলি নীচে আলোচনা করা হল -

  • On এর ব্যবহার :-

ক. উপরে বোঝাতে ব্যবহৃত হয় ( স্পর্শ থাকতে হবে ) ।
যেমন - The chalk is on the table .
খ. নির্দিষ্ট দিন‌ বা তারিখ এর আগে বসে ।
যেমন - My uncle will come on Sunday .
গ. কোন বিষয় বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - I have written a book on English Grammar .

  • In এর ব্যবহার :-

ক. বড়ো জায়গার আগে ব্যবহৃত হয় ।
যেমন - He live in Kolkata .
খ. মধ্যে বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - There are two books in my bag .
গ. সালের আগে ব্যবহৃত হয় ।
যেমন - I was born in 2000 .

  • At এর ব্যবহার :-

ক. ছোট জায়গার আগে ব্যবহৃত হয় ।
যেমন - He live at Gazipur .
খ. নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - I rise at 6 a.m every morning .
গ. গতি বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - Tarama Express runs at 90 km./hour .

  • Under এর ব্যবহার :-

ক. নীচে বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - The cat is under the table .
খ. কারো অধীন বোঝাতে ।
যেমন - The case is under judgement .
গ. কম বয়স বোঝাতে ।
যেমন - The woman is under thirty .

  • To এর ব্যবহার :-

ক. দিক বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - The boy is running to the goat .
খ. উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - My father is going to Delhi .
গ. প্রতি বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - He gave a pen to me .

  • With এর ব্যবহার :-

ক. কোন কিছুর সাহায্যে বা মাধ্যমে বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - Rabi hit the snake with a stick .
খ. সঙ্গে বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - I live with my parents .
গ. দুর্ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - The old man met with an accident .

  • Of এর ব্যবহার :-

ক. কারণ বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - The doctor died of Cancer .
খ. সম্বন্ধ বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - I know nothing of it .
গ. অনেকের মধ্যে বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - One of the students came there .

  • For এর ব্যবহার :-

ক. জন্য বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - The girl was running for the train .
খ. উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - He started for Delhi .
গ. কারণ বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - One should study everyday for good result .

  • Over এর ব্যবহার :-

ক. অবস্থান বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - The sun is over our head .
খ. লাফ দিয়ে উপরে যাওয়া বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - The horse jumped over the wall .
গ. এলাকা বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - The storm passed over the town .

  • Above এর ব্যবহার :-

ক. অবস্থান বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - The picture is hanging above the door .
খ. তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয় ।
যেমন - Temperature will rise above the freezing point .

  • Up এর ব্যবহার :-

ক. ওপরে বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - The monkey climbs up the tree .
খ. অনেক উঁচুতে ওঠা বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - The team climb up the hill .

  • From এর ব্যবহার :-

ক. থেকে বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - The naughty boy jumped from the tree .
খ. জিনিস তৈরি বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - Paper is made from bamboo and sabai grass .
গ. স্থান বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - Beggers beg from door to door .

  • Between এর ব্যবহার :-

ক. দুই এর মধ্যে বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - The little boy is standing between his parents .

  • Among এর ব্যবহার :-

ক. দুই এর বিচির মধ্যে বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - The children are quarrelling among themselves .

এছাড়াও এই শ্রেণীর অন্যান্য Preposition গুলি হল - by, out, off ইত্যাদি ।

Double Preposition :-

দুটি Preposition এক সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় Double Preposition .
এই ধরনের Preposition গুলি হল -

  • Into এর ব্যবহার :-

ক. ভিতরের দিকে গতি বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - He ran into the room .

  • Within এর ব্যবহার :-

ক. নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - You must finish your homework within two days .

এছাড়াও এই শ্রেণীর অন্যান্য Preposition গুলি হল - without, inside, outside ইত্যাদি ।

Compound Preposition :-

Noun, Adjective বা Adverb এর সঙ্গে Preposition যুক্ত হয়ে তৈরি হয় Compound Preposition .
এই ধরনের Preposition গুলি হল -

  • About এর ব্যবহার :-

ক. সম্বন্ধ বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - We know about Netaji .
খ. বিষয়ে বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - Ratan babu has a vast knowledge about English Grammar .
গ. সময় বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - It is about 10 O' clock .

  • Beside এর ব্যবহার :-

ক. পাশে বোঝাতে ব্যবহৃত হয় ।
যেমন - We have a garden beside our house .

এছাড়াও এই শ্রেণীর অন্যান্য Preposition গুলি হল - across, below, before, beneath ইত্যাদি ।

Other important topics :-

Tense

Voice Change

Narration Change