Articles in English, Articles in English Grammar in bengali

Articles definition :-

ইংরেজিতে কোন কিছুকে নির্দিষ্ট ও অনির্দিষ্ট করে বোঝানোর জন্য যে সমস্ত word ব্যবহার করা হয় তাদের Articles বলে । A, An এবং The এই তিনটি হল articles .


Types of articles :-

Articles -কে দুই ভাগে ভাগ করা যায় । যথা- Indefinite ( অনির্দিষ্ট ) articles এবং Definite ( নির্দিষ্ট ) articles .

Indefinite articles

যে সমস্ত word এর দ্বারা কোন নির্দিষ্ট একটি বস্তুকে বোঝায় না তাকে Indefinite articles বলে ।
যেমন - A এবং An

A এবং An  দ্বারা নির্দিষ্ট কোন কিছুকে বোঝায় না তাই এরা হল অনির্দিষ্ট বা Indefinite articles .

উদাহরণ -

A man - একটি মানুষ । An apple - একটি আপেল ।

এখানে একটি মানুষ বলতে যে কোনো একজন মানুষকে বোঝানো হচ্ছে, কোন নির্দিষ্ট মানুষকে বোঝানো হচ্ছে না । আবার একই ভাবে একটি আপেল বলতে যে কোনো একটি আপেলকে বোঝানো হচ্ছে, কোনো নির্দিষ্ট আপেলকে বোঝানো হচ্ছে না ।
অর্থাৎ একটি ( A এবং An ) - শব্দটির দ্বারা নির্দিষ্ট কোন কিছুকে বোঝানো সম্ভব নয় ।

Other important topics :- 

Tense

Parts of Speech

Definite articles

যে সমস্ত word এর দ্বারা কোন নির্দিষ্ট একটি বস্তুকে বোঝায় তাকে Definite articles বলে ।
যেমন - The

The -এর দ্বারা নির্দিষ্ট কোন কিছুকে বোঝানো সম্ভব তাই The হল নির্দিষ্ট বা Definite articles .

উদাহরণ -

The Ganga is a holy river - গঙ্গা একটি পবিত্র নদী ।

এখানে The শব্দটির দ্বারা নির্দিষ্ট একটি নদী গঙ্গা-কে বোঝানো হয়েছে । অর্থাৎ The  শব্দটির দ্বারা নির্দিষ্ট কোন কিছুকে বোঝানো সম্ভব ।

Use of articles with examples :-

Use of article "A" ( A এর ব্যবহার )

১. কোনো singular noun এর প্রথম letter টি যদি consonant হয় তাহলে তার আগে A বসে ।
যেমন - A book ( একটি বই ), A tree ( একটি গাছ ) ইত্যাদি ।

এখানে book এর 'b' letter টি এবং tree এর 't' letter টি consonant তাই এই দুটি শব্দের আগে "A" বসেছে ।

Other use of "A" ( A এর ব্যতিক্রমী ব্যবহার )

১. কোনো word এর প্রথম অক্ষর vowel দিয়ে শুরু হলেও তার উচ্চারণ যদি 'ইউ' ( U ) এর মতো হয়, তাহলে আগে "A" বসে ।
যেমন - A European ( ইউরোপবাসী ), A University ( বিশ্ববিদ্যালয় ) ইত্যাদি ।

এখানে European শব্দটির প্রথম letter টি ( E ) vowel কিন্তু এর উচ্চারণ 'ইউ'  এর মতো তাই এর আগে  "A" বসেছে ।

আবার University শব্দটির প্রথম letter টি ( U ) vowel কিন্তু এর উচ্চারণও 'ইউ' এর মতো তাই এর আগে "A" বসেছে ।

২. কোনো word এর প্রথম অক্ষর যদি 'O' এবং তার উচ্চারণ যদি 'ওয়া' -এর মতো হয় তাহলে তার আগে "A" বসে ।
যেমন - A one-rupee note - এক টাকার নোট ।

এখানে one শব্দটির প্রথম অক্ষর 'o'  হলেও
এর উচ্চারণ 'ওয়া' এর মতো তাই এর আগে "A" বসেছে ।

৩. কিছু সংক্ষিপ্ত নাম বা ডিগ্রির পূর্বে "A" বসে ।
যেমন - a B.A,  a B.S.C,  a B.Com etc .

Use of article "An" ( An এর ব্যবহার )

১. কোনো singular noun এর প্রথম অক্ষর টি যদি vowel হয় তাহলে তার আগে "An" বসে ।
যেমন - An elephant ( একটি হাতি ), An apple ( একটি আপেল ) ইত্যাদি ।

এখানে elephant এর 'e' letter টি এবং apple এর 'a' letter টি vowel তাই এই দুটি শব্দের আগে "An" বসেছে ।

Other use of "An" ( An এর ব্যতিক্রমী ব্যবহার )

১. কোনো word এর প্রথম অক্ষর যদি 'h' হয় এবং তার উচ্চারণ যদি 'h' এর মতো না হয় তাহলে তার আগে "An" বসে ।
যেমন - An hour - অ্যান আওয়ার ( এক ঘন্টা ), An honest man - অ্যান অনেস্ট ম্যান   ( একজন সৎ মানুষ ) ইত্যাদি ।

এখানে hour এবং honest এই শব্দ দুটির প্রথম letter‌ 'h' হলেও 'h' এর কোনো উচ্চারণ হচ্ছে না । তাই এই দুটি শব্দের আগে "An" বসেছে ।

২. কিছু কিছু word আছে যাদের প্রথম অক্ষর consonant দিয়ে শুরু হলেও তাদের উচ্চারণ vowel এর মতো । এই সমস্ত word এর আগে  "An" বসে ।
যেমন - An M.A,  An M.B.B.S, An L.I.C ইত্যাদি ।

এখানে M.A, M.B.B.S, L.I.C - এই শব্দগুলির প্রথম অক্ষর consonant দিয়ে শুরু হলেও এদের উচ্চারণ vowel এর মতো । তাই এদের আগে An বসেছে ।

Use of article "The" ( The এর ব্যবহার )

১. নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রানীর নামের পূর্বে "The" বসে ।
যেমন - The man, The picture, The dog etc .

২. পৃথিবীতে একটি মাত্র আছে এমন জিনিসগুলির পূর্বে "The" বসে ।
যেমন - The sun, The moon etc .

৩. কোনো শ্রেণী বোঝাতে "The" এর ব্যবহার করা হয় ।
যেমন - The cow is a domestic animal - গরু একটি গৃহপালিত পশু ।

এখানে গরূ -এর শ্রেণীকে বোঝানো হয়েছে তাই cow এর আগে "The" বসেছে ।

৪. সাগর, মহাসাগর, নদী, পর্বত, দ্বীপপুঞ্জ, জাহাজ, রেলগাড়ি, বিমান প্রভৃতির নাম এর পূর্বে "The" বসে ।
যেমন - The Pacific ocean, The Ganga, The Himalayas, The Andamans, The Titanic, The Air India etc .

৫. কোনো জাতি বা ধর্মসম্প্রদায়ের নামের আগে "The" বসে ।
যেমন - The Hindu, The Muslim, The Christian .

৬. তারিখ এবং দিকের পূর্বে "The" বসে ।
যেমন - The 5th September, The 31st December, The East, The West etc .

৭. সংবাদপত্রের নামের পূর্বে "The" বসে ।
যেমন - The Statesman, The Anandabazar Patrika etc .

৮. প্রসিদ্ধ ঐতিহাসিক ঘটনার পূর্বে "The" বসে ।
যেমন - The First World War, The August Revolution etc.

৯. ক্রমিক সংখ্যার পূর্বে "The" বসে ।
যেমন - The first boy, The second lesson, The fourth team etc .

১০. কোনো ধর্মগ্রন্থের নামের আগে "The" বসে ।
যেমন - The Bible, The Coran, The Geeta etc .