Article হলো এক ধরনের Determiner. Adjective এর কাজ যেমন Noun বা Pronoun কে বিশেষিত করা তেমনি Article এর কাজ হল Noun কে বিশেষিত করা। বিশেষ করে কোন একটি Noun নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটা বোঝাতে সাহায্য করে এই Article. নিচে Article কি এবং Article এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 

Articles in English, Articles in English Grammar in bengali

Articles কাকে বলে? 

ইংরেজিতে কোন Noun কে নির্দিষ্ট ও অনির্দিষ্ট করে বোঝানোর জন্য যে সমস্ত word ব্যবহার করা হয় তাদের Articles বলে । A, An এবং The এই তিনটি হল articles.


Types of articles :-

Articles -কে দুই ভাগে ভাগ করা যায় । যথা- Indefinite ( অনির্দিষ্ট ) article এবং Definite ( নির্দিষ্ট ) article.

Indefinite article

যে সমস্ত word এর দ্বারা কোন নির্দিষ্ট একটি বস্তুকে বোঝায় না তাকে Indefinite article বলে ।
যেমন - A এবং An

A এবং An  দ্বারা নির্দিষ্ট কোন কিছুকে বোঝায় না তাই এরা হল অনির্দিষ্ট বা Indefinite article .

উদাহরণ -

A man - একটি মানুষ । An apple - একটি আপেল ।

এখানে একটি মানুষ বলতে যে কোনো একজন মানুষকে বোঝানো হচ্ছে, কোন নির্দিষ্ট মানুষকে বোঝানো হচ্ছে না । আবার একই ভাবে একটি আপেল বলতে যে কোনো একটি আপেলকে বোঝানো হচ্ছে, কোনো নির্দিষ্ট আপেলকে বোঝানো হচ্ছে না ।
অর্থাৎ একটি ( A এবং An ) - শব্দটির দ্বারা নির্দিষ্ট কোন কিছুকে বোঝানো সম্ভব নয় ।

Other important topics :- 

Tense

Parts of Speech

Definite article

যে সমস্ত word এর দ্বারা কোন নির্দিষ্ট একটি বস্তুকে বোঝায় তাকে Definite article বলে ।
যেমন - The

The -এর দ্বারা নির্দিষ্ট কোন কিছুকে বোঝানো সম্ভব তাই The হল নির্দিষ্ট বা Definite article .

উদাহরণ -

The Ganga is a holy river - গঙ্গা একটি পবিত্র নদী ।

এখানে The শব্দটির দ্বারা নির্দিষ্ট একটি নদী গঙ্গা-কে বোঝানো হয়েছে । অর্থাৎ The  শব্দটির দ্বারা নির্দিষ্ট কোন কিছুকে বোঝানো সম্ভব ।

Use of articles with examples :-

Use of article "A" ( A এর ব্যবহার )

১. কোনো singular noun এর প্রথম letter টি যদি consonant হয় তাহলে তার আগে A বসে ।
যেমন - A book ( একটি বই ), A tree ( একটি গাছ ) ইত্যাদি ।

এখানে book এর 'b' letter টি এবং tree এর 't' letter টি consonant তাই এই দুটি শব্দের আগে "A" বসেছে ।

Other use of "A" ( A এর ব্যতিক্রমী ব্যবহার )

১. কোনো word এর প্রথম অক্ষর vowel দিয়ে শুরু হলেও তার উচ্চারণ যদি 'ইউ' ( U ) এর মতো হয়, তাহলে আগে "A" বসে ।
যেমন - A European ( ইউরোপবাসী ), A University ( বিশ্ববিদ্যালয় ) ইত্যাদি ।

এখানে European শব্দটির প্রথম letter টি ( E ) vowel কিন্তু এর উচ্চারণ 'ইউ'  এর মতো তাই এর আগে  "A" বসেছে ।

আবার University শব্দটির প্রথম letter টি ( U ) vowel কিন্তু এর উচ্চারণও 'ইউ' এর মতো তাই এর আগে "A" বসেছে ।

২. কোনো word এর প্রথম অক্ষর যদি 'O' এবং তার উচ্চারণ যদি 'ওয়া' -এর মতো হয় তাহলে তার আগে "A" বসে ।
যেমন - A one-rupee note - এক টাকার নোট ।

এখানে one শব্দটির প্রথম অক্ষর 'o'  হলেও
এর উচ্চারণ 'ওয়া' এর মতো তাই এর আগে "A" বসেছে ।

৩. কিছু সংক্ষিপ্ত নাম বা ডিগ্রির পূর্বে "A" বসে ।
যেমন - a B.A,  a B.S.C,  a B.Com etc .

Use of article "An" ( An এর ব্যবহার )

১. কোনো singular noun এর প্রথম অক্ষর টি যদি vowel হয় তাহলে তার আগে "An" বসে ।
যেমন - An elephant ( একটি হাতি ), An apple ( একটি আপেল ) ইত্যাদি ।

এখানে elephant এর 'e' letter টি এবং apple এর 'a' letter টি vowel তাই এই দুটি শব্দের আগে "An" বসেছে ।

Other use of "An" ( An এর ব্যতিক্রমী ব্যবহার )

১. কোনো word এর প্রথম অক্ষর যদি 'h' হয় এবং তার উচ্চারণ যদি 'h' এর মতো না হয় তাহলে তার আগে "An" বসে ।
যেমন - An hour - অ্যান আওয়ার ( এক ঘন্টা ), An honest man - অ্যান অনেস্ট ম্যান   ( একজন সৎ মানুষ ) ইত্যাদি ।

এখানে hour এবং honest এই শব্দ দুটির প্রথম letter‌ 'h' হলেও 'h' এর কোনো উচ্চারণ হচ্ছে না । তাই এই দুটি শব্দের আগে "An" বসেছে ।

২. কিছু কিছু word আছে যাদের প্রথম অক্ষর consonant দিয়ে শুরু হলেও তাদের উচ্চারণ vowel এর মতো । এই সমস্ত word এর আগে  "An" বসে ।
যেমন - An M.A,  An M.B.B.S, An L.I.C ইত্যাদি ।

এখানে M.A, M.B.B.S, L.I.C - এই শব্দগুলির প্রথম অক্ষর consonant দিয়ে শুরু হলেও এদের উচ্চারণ vowel এর মতো । তাই এদের আগে An বসেছে ।

Use of article "The" ( The এর ব্যবহার )

১. নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রানীর নামের পূর্বে "The" বসে ।
যেমন - The man, The picture, The dog etc .

২. পৃথিবীতে একটি মাত্র আছে এমন জিনিসগুলির পূর্বে "The" বসে ।
যেমন - The sun, The moon etc .

৩. কোনো শ্রেণী বোঝাতে "The" এর ব্যবহার করা হয় ।
যেমন - The cow is a domestic animal - গরু একটি গৃহপালিত পশু ।

এখানে গরূ -এর শ্রেণীকে বোঝানো হয়েছে তাই cow এর আগে "The" বসেছে ।

৪. সাগর, মহাসাগর, নদী, পর্বত, দ্বীপপুঞ্জ, জাহাজ, রেলগাড়ি, বিমান প্রভৃতির নাম এর পূর্বে "The" বসে ।
যেমন - The Pacific ocean, The Ganga, The Himalayas, The Andamans, The Titanic, The Air India etc .

৫. কোনো জাতি বা ধর্মসম্প্রদায়ের নামের আগে "The" বসে ।
যেমন - The Hindu, The Muslim, The Christian .

৬. তারিখ এবং দিকের পূর্বে "The" বসে ।
যেমন - The 5th September, The 31st December, The East, The West etc .

৭. সংবাদপত্রের নামের পূর্বে "The" বসে ।
যেমন - The Statesman, The Anandabazar Patrika etc .

৮. প্রসিদ্ধ ঐতিহাসিক ঘটনার পূর্বে "The" বসে ।
যেমন - The First World War, The August Revolution etc.

৯. ক্রমিক সংখ্যার পূর্বে "The" বসে ।
যেমন - The first boy, The second lesson, The fourth team etc .

১০. কোনো ধর্মগ্রন্থের নামের আগে "The" বসে ।
যেমন - The Bible, The Coran, The Geeta etc .