Joining Sentences

Joining sentences শেখার পূর্বে sentence কী, simple sentence, complex sentence, compound sentence প্রভৃতি সম্পর্কে ধারণা থাকা দরকার।

Read about simple, complex and compound sentence here.

What is Joining?

দুই বা ততোধিক বাক্যকে যুক্ত করে একটি বাক্যে পরিণত করাকে Joining বলে। এর অপর নাম Synthesis.
Joining of Sentences in Bengali, Joining Sentences exercise with answer

Joining Sentences Rules

নীচে Joining Sentences -এর নিয়মগুলো আলোচনা করা হলো -

Join into Simple Sentence :-

দুই বা ততোধিক Simple Sentence কে যুক্ত করে একটি Simple Sentence এ রূপান্তরিত করার নিয়ম -

১. By using Participle

Participle ব্যবহার করে নিম্নলিখিত উপায়ে joining করা যায় -

ক) Join using Present Participle :-

দুটি বাকের subject যদি এক হয় এবং দুটি বাকের ঘটনা‌গুলি যদি পরপর ঘটে তাহলে যে ঘটনাটি আগে ঘটেছে সেই বাক্যের verb এর present form এর সঙ্গে ing যোগ করে present participle তৈরি করে দুটি simple sentence কে যুক্ত করে একটি নতুন simple sentence এ পরিনত করা‌ যায়।

যেমন -

He saw a snake. He ran away.

Ans- Seeing a snake, he ran away.


খ) Join using Past Participle :-

Verb এর past participle করে দুটি simple sentence কে একটি নতুন simple sentence এ পরিনত করা‌ যায়। এক্ষেত্রে যে বাক্যে subject এর বর্ণনা দেওয়া হবে সেই বাক্যের verb কে past participle এ পরিণতকরতে হবে।

যেমন -

The glass is broken. It cannot hold water.

Ans- The broken glass cannot hold water.


গ) Join using Perfect Participle :-

Verb এর perfect participle করে দুটি simple sentence কে একটি নতুন simple sentence এ পরিনত করা‌ যায়। এক্ষেত্রে দুটি বাক্যের মধ্যে কারণ-ফল থাকে এবং যে বাক্যে‌ কারণ থাকে সেই বাক্যের main verb এর  আগে having দিয়ে ও main verb এর V3 form করে perfect participle এ পরিণত করা হয়।

যেমন -

The sun rose. The fog disappeared.

Ans- The sun having risen, the fog disappeared.

Perfect Participle কে Absolute Participle বা‌ Nominative Absolute ও বলা হয়ে থাকে।


২. By using Gerund

Verb এর সাথে ing যুক্ত হয়ে যখন তা noun এর মতো কাজ করে তখন তাকে Gerund বলে ।

দুটি বাকের subject যদি এক হয় বা দুটি বাক্যের মধ্যে যদি কারণ-ফল থাকে তাহলে Gerund ব্যবহার করা যায়।

যেমন -

I saw a bear. I ran away.

Ans- On seeing a bear, I ran away.


৩. By using Infinitive

Main verb এর base form বা‌‌ মূল রূপের আগে to থাকলে, ওই to যুক্ত verb form টিকে Infinitive বলে।

যখন দুটি বাক্যের subject একই থাকে এবং verb এর কোনো লক্ষ্য, উদ্দেশ্য, ইচ্ছা বোঝায় তখন Infinitive ব্যবহার করা হয়।

যেমন -

The student is studying hard. She wants to pass the exam.

Ans- The student is studying hard to pass the exam.


৪. By using Noun in Apposition

কোনো noun যখন অন্য কোনো noun এর পাশে বসে সেই noun টির পরিচয় প্রকাশ করে তখন তাকে ঐ অন্য noun টির Noun in Apposition বলে।

এর মাধ্যমে দুটি simple sentence কে যুক্ত করে একটি নতুন simple sentence এ পরিনত করা‌ যায়। Noun in Apposition এর আগে ও পরে comma(,) দিতে হয়।

যেমন -

Rohit Roy is a doctor. He is very kind.

Ans- Rohit Roy, a doctor, is very kind.


Join into Complex Sentence :-

নিম্নলিখিত নিয়মগুলির মাধ্যমে দুই বা ততোধিক Simple Sentence কে যুক্ত করে একটি Complex Sentence এ পরিণত করা যায় -


১. By using Clause

নিম্নলিখিত Clause এর মাধ্যমে joining করা হয় - 

ক. Join using Noun Clause :-

Noun বা Nominal Clause যেহেতু Noun এর মত আচরণ করে এবং, Subject বা Object হিসেবে ব্যবহৃত হয় তাই that, what, why, where, how ইত্যাদি linker ব্যবহার করে দুটি Simple Sentence কে যুক্ত করে একটি নতুন Complex Sentence এ পরিণত করা যায়।

যেমন -

She is a teacher. Everyone knows it.

Ans- Everyone knows that she is a teacher.


খ. Join using Adjective Clause :-

Adjective বা Relative Clause যেহেতু Adjective এর মত আচরণ করে তাই who, which, what, why, where, when, that ইত্যাদি relative pronoun ব্যবহার করে দুটি Simple Sentence কে যুক্ত করে একটি নতুন Complex Sentence এ পরিণত করা যায়।

যেমন -

Asutosh is a doctor. He is known to all.

Ans- Asutosh who is a doctor is known to all.


গ. Join using Adverb Clause :-

Adverb বা Adverbial Clause যেহেতু Adverb এর মত কাজ করে তাই if, though, why, when, where, before, after, because ইত্যাদি ব্যবহার করে দুটি Simple Sentence কে যুক্ত করে একটি নতুন Complex Sentence এ পরিণত করা যায়।

যেমন -

They are poor. They are honest.

Ans- Though they are poor, they are honest.


Note :- Adverb Clause যদি বাক্যের শুরুতে থাকে তাহলে এই Clause পর একটি কমা (,) দিতে হয়।


Join into Compound Sentence :-

Compound Sentence এ যেহেতু দুই বা ততোধিক Simple Sentence বিভিন্ন Conjunction এর মাধ্যমে যুক্ত থাকে, তাই বিভিন্ন ধরনের Conjunction ব্যবহার দুই বা ততোধিক Simple Sentence কে যুক্ত করে একটি Compound Sentence এ পরিণত করা যায়।


১. By using Cumulative Conjunction :-

And, but also ইত্যাদি হলো Cumulative Conjunction.


Note :- কখন and ও কখন but ব্যবহার করা হয়?

যখন সমধর্মী ধারণা বোঝায় তখন and ব্যবহৃত হয় এবং যখন বিপরীতধর্মী ধারণা বোঝায় তখন but ব্যবহৃত হয়।

যেমন -

ক. I have a pen. I have a pencil.

Ans- I have a pen and pencil.

খ. In India Summer is hot. In India Winter is cold.

Ans- In India Summer is hot but Winter is cold.


২. By using Adversative Conjunction :-

যখন দুটি বাক্যের মধ্যে বিপরীতধর্মী ধারণা বোঝায় তখন এই ধরনের conjunction ব্যবহার করে দুটি sentence কে যুক্ত করে একটি Compound Sentence গঠন করা হয়।

Adversative Conjunction গুলি হল but, still, yet, however ইত্যাদি।

যেমন - It rained hard. The roads were not flooded.

Ans- It rained hard yet the roads were not flooded.


৩. By using Alternative Conjunction :-

যখন দুটি জিনিসের মধ্যে একটিকে বেছে নেওয়ার কথা বলা হয় বা দুটির মধ্যে একটা পছন্দকে সূচিত করে তখন এই জাতীয় conjunction ব্যবহার করে দুটি sentence যুক্ত করে একটি Compound Sentence তৈরী করা হয়।

Alternative Conjunction গুলি হল or, otherwise, neither......nor, either......or ইত্যাদি।

যেমন -

Study hard. You will not pass the examination.

Ans- Study hard or you will not pass the examination.


৪. By using Illative Conjunction :-

এই প্রকার Conjunction কোনো একটি সিদ্ধান্তে আসতে সহায়তা করে। Illative Conjunction এর মাধ্যমে দুই বা ততোধিক simple sentence কে যুক্ত করে একটি নতুন Compound Sentence তৈরী করা যায়।

এই প্রকার Conjunction গুলি হল so, hence, therefore ইত্যাদি।

যেমন -

The old man is unwell. He cannot go out.

Ans- The old man is unwell so he cannot go out.