Adjective ( বিশেষণ )
Parts of Speech এর একটি প্রয়োজনীয় অংশ হলো Adjective বা বিশেষণ ।Definition of Adjective :-
যে Word বা শব্দ কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, আকৃতি, সংখ্যা, প্রকৃতি ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে ।যেমন -
He is very selfish - সে খুব স্বার্থপর ।
এখানে selfish শব্দটির দ্বারা Pronoun ( He ) এর দোষ প্রকাশ পাচ্ছে । অর্থাৎ এই শব্দটি হল একটি Adjective .
Raju is very helpful - রাজু খুব উপকারী ।
এখানে helpful শব্দটির দ্বারা Noun ( Raju ) এর গণ প্রকাশ পাচ্ছে । অর্থাৎ এই শব্দটি হল একটি Adjective .
এখানে helpful শব্দটির দ্বারা Noun ( Raju ) এর গণ প্রকাশ পাচ্ছে । অর্থাৎ এই শব্দটি হল একটি Adjective .
She is ill - সে অসুস্থ ।
এখানে ill শব্দটির দ্বারা Pronoun ( She ) এর অবস্থার প্রকাশ পাচ্ছে । অর্থাৎ এই শব্দটি হল একটি Adjective .
এখানে ill শব্দটির দ্বারা Pronoun ( She ) এর অবস্থার প্রকাশ পাচ্ছে । অর্থাৎ এই শব্দটি হল একটি Adjective .
I have two pencils - আমার দুটি পেন্সিল আছে ।
এখানে two শব্দটির দ্বারা Pronoun ( pencils ) এর সংখ্যা প্রকাশ পাচ্ছে । অর্থাৎ এই শব্দটি হল একটি Adjective .
১. Attributive Adjective ( উদ্দেশ্য বিশেষণ )
২. Predicative Adjective ( বিধেয় বিশেষণ )
যে সমস্ত Adjective Noun এর আগে বসে তার দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে Attributive Adjective বলে ।
যেমন - The tall girl is very intelligent .
এই শ্রেণীর Adjective গুলি Noun এর পূর্বে বসে বলে এদের Pre-modifier বলা হয় ।
যে সমস্ত Adjective Verb এর পরে Predicate হিসেবে বসে Noun বা Pronoun -কে বিশেষত করে তাকে Predicative Adjective বলে ।
যেমন - The boy is very intelligent .
এই শ্রেণীর Adjective গুলি Noun এর পরে বসে বলে এদের Post-modifier বলা হয় ।
যেমন - He is a good student .
যেমন - There is a little water left in the bucket .
যেমন - I have two red pens .
যেমন - l am an Indian .
যেমন - Mind your own business .
যেমন - This house is ours .
এখানে two শব্দটির দ্বারা Pronoun ( pencils ) এর সংখ্যা প্রকাশ পাচ্ছে । অর্থাৎ এই শব্দটি হল একটি Adjective .
Types of Adjective :-
Adjective -কে মূলত দুই ভাগে ভাগ করা যায় । যথা -১. Attributive Adjective ( উদ্দেশ্য বিশেষণ )
২. Predicative Adjective ( বিধেয় বিশেষণ )
- Attributive Adjective :-
যে সমস্ত Adjective Noun এর আগে বসে তার দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে Attributive Adjective বলে ।যেমন - The tall girl is very intelligent .
এই শ্রেণীর Adjective গুলি Noun এর পূর্বে বসে বলে এদের Pre-modifier বলা হয় ।
- Predicative Adjective :-
যে সমস্ত Adjective Verb এর পরে Predicate হিসেবে বসে Noun বা Pronoun -কে বিশেষত করে তাকে Predicative Adjective বলে ।যেমন - The boy is very intelligent .
এই শ্রেণীর Adjective গুলি Noun এর পরে বসে বলে এদের Post-modifier বলা হয় ।
প্রকৃতি ও গুনের ভিত্তিতে Adjective -কে 6 ভাগে ভাগ করা যায় । যথা -
ক. Qualitative Adjective
( গুণবাচক বিশেষণ )
খ. Quantitative Adjective
( পরিমাণবাচক বিশেষণ (
গ. Numerical Adjective
( সংখ্যাবাচক বিশেষণ )
ঘ. Proper Adjective
( সংজ্ঞাবাচক বিশেষণ )
ঙ. Emphasizing Adjective
( গুরুত্ববাচক বিশেষণ )
চ. Pronominal Adjective
( সর্বনাম সম্বন্ধীয় বিশ্লেষণ )
Qualitative Adjective কাকে বলে ?
যে Adjective কোন Noun বা Pronoun এর দোষ গুণ অবস্থা ইত্যাদির প্রকাশ করে তাকে Qualitative Adjective বা Adjective of Quality বলে ।যেমন - He is a good student .
Quantitative Adjective কাকে বলে ?
যে Adjective কোনো Noun বা Pronoun এর পরিমাণ বোঝায় তাকে Quantitative Adjective বা Adjective of Quantity বলে ।যেমন - There is a little water left in the bucket .
Numerical Adjective কাকে বলে ?
যে Adjective কোনো Noun বা Pronoun এর সংখ্যা বোঝায় তাকে Numerical Adjective বা Adjective of Number বলে ।যেমন - I have two red pens .
Proper Adjective কাকে বলে ?
যে Adjective কোনো Proper Noun থেকে উৎপন্ন হয় তাকে Proper Adjective বলে ।যেমন - l am an Indian .
Emphasizing Adjective কাকে বলে ?
যে Adjective কোন কিছুর ওপর জোর দেওয়া, দৃঢ়তা বা গুরুত্ব বোঝাতে ব্যবহৃত হয় তাকে Emphasizing Adjective বলে ।যেমন - Mind your own business .
Pronominal Adjective কাকে বলে ?
যে Adjective কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বিশেষভাবে নির্দেশ করে তাকে Pronominal Adjective বলে ।যেমন - This house is ours .
Other important topics :-
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন