Clause এর বাংলা হল বাক্যাংশ। Clause হল একটি শব্দ সমষ্টি। তবে Clause কয়েকটি শব্দের একটি সমষ্টি হলেও তা আসলে একটি Sentence এর মতো এবং Sentence এর মতো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেও পারে আবার নাও পারে। প্রতিটি Clause এর মধ্যে একটি Subject, Predicate এবং Finite Verb অবশ্যই থাকবে।
Clause in English Grammar in Bengali
Clause Rules in Bengali
১. Clause কে অবশ্যই হতে হবে "A Group of Words" বা একটি শব্দ সমষ্টি।
২. একটি Clause একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেও পারে আবার নাও পারে।
৩. একটি Clause এর মধ্যে অবশ্যই একটি Subject, Predicate এবং Finite Verb থাকবে।
Definition of Clause :-
একটি বৃহৎ Sentence এর মধ্যে অবস্থিত এক বা একাধিক ক্ষুদ্র বাক্যাংশকে Clause বলা হয়।
Types of Clause :-
Clause তিন প্রকারের । যথা -
১. Principal Clause (প্রধান বাক্যাংশ)
২. Sub-ordinate Clause (অপ্রধান বাক্যাংশ)
৩. Co-ordinate Clause (সংযোগকারী বাক্যাংশ)
১. Principal Clause :-
যে Clause কে অর্থ প্রকাশের জন্য অন্য কোন Clause এর উপর নির্ভর করতে হয় না, যে একাই নিজের অর্থ প্রকাশে সক্ষম, তাকে Principal Clause বলে।
অন্য Clause এর উপর নির্ভর করতে হয় না বলে Principal Clause এর অপর নাম Independent Clause.
যেমন -
I shall do.
She does her homework.
His father is going to office.
উপরের প্রতিটি Clause -ই নিজেদের অর্থ নিজেরা প্রকাশে সক্ষম, তাই এরা Principal Clause.
২. Sub-ordinate Clause :-
যে Clause নিজের অর্থ নিজ প্রকাশ করতে পারে না, যাকে অর্থ প্রকাশের জন্য Principal Clause এর উপর নির্ভর করতে হয়, তাকে Sub-ordinate Clause বলে।
অন্য Clause এর উপর নির্ভর করতে হয় বলে Sub-ordinate Clause কে Dependent Clause ও বলে।
যেমন -
If he fails
That he will win
After she comes
উপরের Clause গুলি নিজেরা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম নয়, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হলে এদের Principal Clause এর উপর নির্ভর করতে হবে, তাই এরা প্রত্যেকে Sub-ordinate Clause.
Sub-ordinate Clause কে আবার তিনটি ভাগে ভাগ করা যায় । যথা -
- Noun Clause
- Adjective Clause
- Adverb Clause
ক. Noun Clause :-
যে Clause বাক্যে Noun এর মত কাজ করে তাকে Noun Clause বলে । Noun Clause এর অপর নাম Nominal Clause.
যেমন -
I know that he is a teacher.
This is what she expects.
উপরের বাক্যগুলিতে নীচে দাগ দেওয়া অংশগুলি হল Noun Clause কারণ এগুলি Noun এর মতো কাজ করছে।
খ. Adjective Clause :-
যে Clause বাক্যে Adjective এর মত কাজ করে তাকে Adjective Clause বলে। Adjective Clause এর এর অপর নাম Relative Clause.
যেমন -
The man whom you know is a doctor.
I have lost the pen which Tumpa gave me.
উপরের বাক্যগুলিতে নীচে দাগ দেওয়া অংশগুলি হল Adjective Clause কারণ এগুলি Adjective এর মতো কাজ করছে।
Antecedent কাকে বলে?
Adjective বা Relative Clause এ ব্যবহৃত Relative Pronoun এর ঠিক পূর্বের Noun বা Pronoun কে Antecedent বলে।
যেমন -
She has lost the book which I gave him.
উপরের বাক্যে নীচে দাগ দেওয়া অংশটি হল Adjective Clause এবং এর ঠিক আগে থাকা Noun (book) টি হল Antecedent.
Adjective Clause কে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা -
- Restrictive or Defining or Identifying Clause
- Non-restrictive or Non-defining or Adding Clause
Restrictive Clause কী?
এই প্রকার Clause 'Antecedent' এর বর্ণনা দেয়। এই Clause এ কোনো comma (,) ব্যবহার করা হয় না।
যেমন -
I know the man who is a shopkeeper.
Non-restrictive Clause কী?
এই প্রকার Clause 'Antecedent' এর বর্ণনা দেয় না, শুধু অতিরিক্ত কিছু তথ্য যোগ করে। এই Clause এ comma (,) ব্যবহার করা হয়।
যেমন -
My uncle, who is a doctor, lives in Kolkata.
গ. Adverbial Clause :-
যে Clause বাক্যে Adverb এর মত কাজ করে তাকে Adverbial Clause বলে। একে Adverb Clause ও বলা হয়।
যেমন -
I was studying when my friend came.
I am glad that she has come.
উপরের বাক্যগুলিতে নীচে দাগ দেওয়া অংশগুলি হল Adverb Clause কারণ এগুলি Adverb এর মতো কাজ করছে।
৩. Co-ordinate Clause :-
দুটি স্বাধীন বাক্য and, but প্রভৃতি দ্বারা যুক্ত হলে তাকে Co-ordinate Clause বলে।
যেমন -
He is poor but he is honest.
She was tired and so she returned back home.
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন