Clause in English Grammar, Definition of Clause

What is Clause ?

Clause কয়েকটি শব্দের সমষ্টি হলেও তা আসলে একটি Sentence এর মতো । তবে Sentence এর মত সম্পূর্ণ অর্থ থাকে না । প্রতিটি Clause এর মধ্যে একটি Subject এবং একটি Finite Verb অবশ্যই থাকবে ।

    Definition of Clause :-

    Clause এর বাংলা অর্থ হল বাক্যাংশ । একটি বৃহৎ Sentence এর মধ্যে অবস্থিত ক্ষুদ্র বাক্যাংশ কে Clause বলা হয় ।

    Types of Clause :-

    Clause তিন প্রকারের । যথা -
    ১. Principal Clause ( প্রধান বাক্যাংশ )
    ২. Sub-ordinate Clause ( অপ্রধান বাক্যাংশ )
    ৩. Co-ordinate Clause ( সংযোগকারী বাক্যাংশ )

    Principal Clause :-

    যে Clause কে অর্থ প্রকাশের জন্য অন্য কোন Clause এর উপর নির্ভর করতে হয় না তাকে Principal Clause বলে।
    অন্য Clause এর উপর নির্ভর করতে হয় না বলে একে Independent Clause ও বলে ।

    যেমন - I shall do .

    Sub-ordinate Clause :-

    যে Clause কে অর্থ প্রকাশের জন্য Principal Clause এর উপর নির্ভর করতে হয় তাকে  Sub-ordinate Clause বলে।
    অন্য Clause এর উপর নির্ভর করতে হয় বলে একে Dependent Clause ও বলে ।

    যেমন - if he fails .

    Sub-ordinate Clause কে আবার তিনটি ভাগে ভাগ করা যায় । যথা -

    ক. Noun Clause :-

    যে Clause বাক্যে Noun এর মত কাজ করে তাকে Noun Clause বলে ।
    একে Nominal Clause ও বলে ।

    যেমন - I know that he is a teacher .

    খ. Adjective Clause :-

    যে Clause বাক্যে Adjective এর মত কাজ করে তাকে Adjective Clause বলে ।
    একে Relative Clause ও বলে ।

    যেমন - The man whom you know is a doctor .

    Adjective Clause কে Restrictive এবং Non-restrictive এই দুই ভাগে ভাগ করা যায় ।

    Adjective বা Relative Clause এ ব্যবহৃত Relative Pronoun এর ঠিক পূর্বের Noun বা  Pronoun কে Antecedent বলে ।

    গ. Adverbial Clause :-

    যে Clause বাক্যে Adverb এর মত কাজ করে তাকে Adverbial Clause বলে ।

    যেমন - I was studying when my friend came .

    Co-ordinate Clause :-

    দুটি স্বাধীন বাক্য and, but প্রভৃতি দ্বারা যুক্ত হলে তাকে Co-ordinate Clause বলে ।
    যেমন - He is poor but he is honest .


    Other important topics :-