What is phrase in English Grammar, phrase meaning in bengali

Phrase ( শব্দগুচ্ছ )

Phrase হল দুই বা ততোধিক শব্দের সমষ্টি যার মধ্যে কোন Finite Verb এবং Subject থাকে না ।

Definition of Phrase :-

দুই বা ততোধিক Word বা শব্দ যখন এক সঙ্গে মিলিত হয়ে একটি শব্দসমষ্টি তৈরি করে ( যা Word এর মত কাজ করে ) তখন তাকে Phrase বা শব্দগুচ্ছ বলে ।
যেমন - in spite of, to start with, man and money, flesh and blood ইত্যাদি ।

Types of Phrase :-

Phrase কে নয় ভাগে ভাগ করা যায় । যথা -
১. Noun Phrase
২. Adjective Phrase
৩. Verb Phrase
৪. Adverbial Phrase
৫. Prepositional Phrase
৬. Conjunctional Phrase
৭. Interjectional Phrase
৮. Participial Phrase
৯. Absolute Phrase

Noun Phrase :-

যে সমস্ত Phrase Noun এর মতো আচরণ করে এবং অন্যান্য Noun কে বিশেষিত করে তাদের Noun Phrase বলে ।
যেমন - Running bus, full moon ইত্যাদি ।

Noun Phrase কে তিন ভাগে ভাগ করা যায় ।  যথা -

ক. Appositive Phrase :-

যে Noun Phrase অন্য একটি Noun এর নতুন করে নামকরণ করে কিন্তু কৌশলগতভাবে তার বর্ণনা দেয় না তাকে Appositive Phrase বলে ।
যেমন - my favourite teacher ইত্যাদি ।

খ. Gerund Phrase :-

যে সমস্ত Noun Phrase এর সঙ্গে Gerund যুক্ত থাকে তাকে Gerund Phrase বলে ।
যেমন - rising of the sun ইত্যাদি ।

গ. Infinitive Phrase :-

যে সব Noun Phase এর শুরুতে Infinitive যুক্ত থাকে তাদের Infinitive Phrase বলে ।
যেমন - to listen to song ইত্যাদি ।

Adjective Phrase :-

যে সমস্ত Phrase বাক্যে Noun বা Pronoun কে বিশেষিত করে তাদের Adjective Phrase বলে ।
যেমন - a boy of six, bound in love ইত্যাদি ।

Verb Phrase :-

যে সমস্ত Phrase বাক্যে Verb হিসেবে ব্যবহৃত হয় তাদের Verb Phrase বলে ।
যেমন - look at, to get cold ইত্যাদি ।

Adverbial Phrase :-

যে সমস্ত Phrase Adverb হিসেবে ব্যবহৃত হয় তাদের Adverbial Phrase বলে ।
যেমন - once upon a time, along with ইত্যাদি ।

Prepositional Phrase :-

যে সমস্ত Phrase বাক্যে Preposition এর কাজ করে তাদের Prepositional Phrase বলে ।
যেমন - on the way, on the bench ইত্যাদি ।

Conjunctional Phrase :-

যে সমস্ত Phrase Conjunction হিসেবে ব্যবহৃত হয় তাদের Conjunctional Phrase বলে ।
যেমন - as soon as, not only but also ইত্যাদি ।

Interjectional Phrase :-

যে সমস্ত Phrase Interjection রূপে ব্যবহৃত হয় তাদের Interjectional Phrase বলে ।
যেমন - what a surprise !, Oh my goodness ! ইত্যাদি ।

Participial Phrase :-

যে সমস্ত Phrase এর শুরুতে Present অথবা Past Participle থাকে তাদের Participial Phrase বলে ।
যেমন -  coming to home, sitting by the river ইত্যাদি ।

Absolute Phrase :-

যে সমস্ত Phrase এর একটি Subject আছে কিন্তু কোন Finite Verb নেই এবং যা সমগ্র Sentence টিকে মূল্যায়ন করে কেবল একটি Noun কে নয় তাদের Absolute Phrase বলে ।
যেমন - having left, weather permitting ইত্যাদি ।


Other important topics :-

Adjective

Preposition

Interjection