Word in bengali, word meaning in bengali


What is Word ?

Word এর আক্ষরিক অর্থ হল শব্দ । word বা শব্দ হল কয়েকটি letter বা বর্ণের সমষ্টি।

যেমন - bat, cup, book ইত্যাদি।

    Word বা শব্দ কাকে বলে ?

    যখন কতকগুলি letter বা বর্ণ পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে, তখন তাকে word বা শব্দ বলে। যেমন - cat ( বিড়াল ), tree ( গাছ ) ইত্যাদি।

    মিলিত বর্ণ বা অক্ষরের সমষ্টি অর্থহীন হলে তাকে শব্দ বলা যাবে না।

    ইংরেজিতে Word কীভাবে গঠিত হয় ?

    ইংরেজিতে দুরকম ভাবে শব্দ গঠিত হয়। যেমন - ১. প্রথমে vowel এবং পরে consonant বসে শব্দ গঠিত হয়। যেমন - apple, animal ইত্যাদি।

    ২. প্রথমে consonant এবং পরে vowel বসে শব্দ গঠিত হয়। যেমন - cat, ball ইত্যাদি।

    প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিটি word এর মধ্যে কমপক্ষে একটি vowel থাকতে হবে, শুধু consonant দিয়ে কোনো শব্দ গঠিত হয় না।


    ইংরেজি বর্ণমালায় কিছু বর্ণ আছে যারা শব্দ হিসেবেও ব্যবহৃত হয়

    ইংরেজিতে এরকম দুটি বর্ণ আছে যারা শব্দ হিসেবেও ব্যবহৃত হয় । সেগুলি হল "A" এবং "I"

    সাধারণ ভাবে কোন বর্ণমালার কোন একটি নির্দিষ্ট বর্ণের আলাদা করে কোন অর্থ থাকে না কিন্তু এক্ষেত্রে "A" এবং "I" এই দুটি বর্ণের পৃথক অর্থ আছে। "A" মানে "একটি" এবং "I" মানে "আমি" । অর্থাৎ এই দুটি বর্ণ, শব্দ হিসেবেও ব্যবহৃত হয়।

    "A" এবং "I" এর শব্দ হিসেবে বাক্যে প্রয়োগ :-

    A bird is sitting on our roof .

    একটি পাখি আমাদের ছাদে বসে আছে।

    উপরেরবাক্যে "A" letter টি একটি শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে ।

    I read in class three.

    আমি তৃতীয় শ্রেণীতে পড়ি ।

    উপরের বাক্যে "I" letter টি একটি শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে ।


    ইংরেজি বর্ণমালা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন


    কিছু ইংরেজি শব্দ যা আমরা প্রত্যহ/ প্রতিদিন ব্যবহার করি  এবং তাদের বাংলা মানে

    Hi - হাই 

    Hello - ওহে / আরে

    Please - দয়াকরে

    Sorry - দুঃখিত

    Excuse me - আমাকে ক্ষমা করবেন

    It's ok - ঠিক আছে

    Thank - ধন্যবাদ

    No problem - কোনো সমস্যা নেই

    Help - সাহায্য


    Sentence বাংলায়