Person in English Grammar in Bengali, Person in English Grammar

Person :-

ইংরেজিতে পুরুষকে বলা হয় Person .

যে কোন ব্যক্তি, বস্তু, প্রাণী Person হতে পারে ।


Person definition in bengali :-

Sentence বা বাক্যে যে সকল Noun বা Pronoun কে আশ্রয় করে Verb বা ক্রীয়া তার কার্য সম্পাদন করে তাকে Person বলে ।


Types of Person :-


ইংরেজি পুরুষ বা Person তিন প্রকার । যথা - 

১. First Person ( উত্তম পুরুষ )

২. Second Person ( মধ্যম পুরুষ )

৩. Third Person ( প্রথম পুরুষ )


Definition of First Person :-


নিজের কথা বলতে গিয়ে বক্তা যে Pronoun গুলি ব্যবহার করে তাকে First Person বলে । 

First Person এর Pronoun গুলি হল --  I, we, my, our, me, us ইত্যাদি । 

এরমধ্যে I, my এবং me হল Singular এবং we, our এবং us হল plural .


Definition of Second Person :-


কথা বলার সময় বক্তা তার শ্রোতা সম্পর্কে যে Pronoun গুলি ব্যবহার করে তাকে Second Person বলে ।

Second Person এর Pronoun গুলি হল -- you, your, yours ইত্যাদি। Second Person এর Singular এবং Plural একই ।


Definition of Third Person :-


বাক্যে First Person এবং Second Person বাদে সমস্ত Noun এবং Pronoun কে Third Person বলে । অর্থাৎ বাক্যে আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলি ছাড়া বাকি শব্দগুলি হল Third Person .

Third Person এর Pronoun গুলি হল -- he, she, they ইত্যাদি ।

প্রসঙ্গত উল্লেখ্য, বাক্যের Subject বা কর্তা Third Person এবং Singular Number হলে  Verb এর সঙ্গে s বা es যোগ করতে হয় ।


  • কোনো বাক্যে First, Second এবং Third Person একসঙ্গে Subject বা কর্তা হিসেবে ব্যবহৃত হলে, প্রথমে Second Person তারপর Third Person এবং শেষে First Person বসে ।

যেমন - You, he and I are friends .

এখানে You - Second Person, he - Third Person এবং I - First Person .


উপরের আলোচনা থেকে বলা যায় যে, কোন একটি বাক্যে যিনি কথা বলেন অর্থাৎ যিনি বক্তা তিনিই হলেন First Person.

কোন একটি বাক্যে যিনি শ্রোতা তিনিই হলেন Second Person এবং কোনো একটি বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তিনিই হলেন Third Person .

Other important topics :-

Alphabet

Word

Phrase