present tense translation bengali to english, what is present tense


What is Present Tense ?

Subject এর বর্তমান কাজ ক্রীয়ার যে রূপের মধ্যে দিয়ে প্রকাশ পায় তাই হল Present Tense

Definition of Present Tense :-

বর্তমান কালে কোন কাজ করা বা হওয়া বোঝাতে যে Tense ব্যবহৃত হয় তাকে Present Tense বলে ।

Types of Present Tense :-

Present Tense কে চারটি ভাগে ভাগ করা যায় । যথা -
১. Present Indefinite / Simple Present Tense
২. Present Continuous Tense
৩. Present Perfect Tense
৪. Present Perfect Continuous Tense

Present Indefinite Tense :-

বর্তমানকালে সাধারণভাবে কোনো কিছু করা বা হওয়া বোঝাতে ব্যবহৃত হয় তাকে Present Indefinite Tense বলে ।

এই Tense এ মূল verb এর Present From হয় । কিন্তু 3rd Person Singular Number এর ক্ষেত্রে Verb এর শেষে s বা es যুক্ত হয় ।

Structure of Present Indefinite Tense :-

এই Tense এর গঠন নিচে দেওয়া হল
Subject + Verb + Object + Others

Examples :-

Affirmative Sentence এর ক্ষেত্রে -
I do - আমি করি ।
He eat bread - সে রুটি খায় ।

Negative Sentence এর ক্ষেত্রে -
I do not do - আমি করি না
He does not eat bread - সে রুটি খায় না ।

Interrogative এর ক্ষেত্রে -
Do I do - আমি কি করি ?
Does he eat bread - সে কি রুটি খায় ?

Present Continuous Tense :-

বর্তমান কালে কোনো কাজ চলছে বোঝাতে যে Tense ব্যবহৃত হয় তাকে Present Continuous Tense বলে ।

এই Tense এ বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে তেছি, তেছ, তেছে যুক্ত থাকে ।

Structure of Present Continuous Tense :-

এই Tense এর গঠন নিচে দেওয়া হল
Subject + ( am/is/are ) + Verb + ing + Others

Examples :-

Affirmative এর ক্ষেত্রে -
It is raining heavily - ভারী বৃষ্টি হইতেছে ।
She is doing - সে করিতেছে ।

Negative এর ক্ষেত্রে -
It is not raining heavily - ভারী বৃষ্টি হইতেছে না ।
She is not doing - সে করিতেছে না ।

Interrogative এর ক্ষেত্রে -
Is it raining heavily - ভারী বৃষ্টি কি হইতেছে ?
Is she doing - সে কি করিতেছে ?

Present Perfect Tense :-

বর্তমান কালে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে এরকম বোঝাতে যে Tense ব্যবহৃত হয় তাকে Present Perfect Tense বলে ।

এই Tense এ বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছ, ইয়াছে যুক্ত থাকে ।

Structure of Present Perfect Tense :-

এই Tense এর গঠন নিচে দেওয়া হল
Subject + have/has + Verb এর V3 Form ( Past Participle Form ) + Others

Examples :-

Affirmative এর ক্ষেত্রে -
He has drawn the picture - সে ছবিটি আঁকিয়াছে ।
You have done your work - তুমি তোমার কাজ করিআছ ।

Negative এর ক্ষেত্রে -
He has not drawn the picture -  সে ছবিটি  আঁকিয়াছে না ।
You have not done your work - তুমি তোমার কাজ করিআছ না ।

Interrogative এর ক্ষেত্রে -
Has he drawn the picture - সে কি ছবিটি আঁকিয়াছে ?
Have you done your work - তুমি কি তোমার কাজ করিআছ ?

Present Perfect Continuous Tense :-

অতীতে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত চলছে, শেষ হয়নি এরকম বোঝাতে যে Tense ব্যবহৃত হয় তাকে Present Perfect Continuous Tense বলে ।

Structure of Present Perfect Continuous Tense :-

এই Tense এর গঠন নিচে দেওয়া হল
Subject + have / has been + Verb + ing + Others

Examples :-

Affirmative এর ক্ষেত্রে -
I have been doing - আমি পূর্ব হইতে করিয়া আসিতেছি ।
They have been living here for two years - তারা এখানে দুই বছর ধরে বাস করিতেছে ।

Negative এর ক্ষেত্রে -
I have not been doing - আমি পূর্ব হইতে করিয়া আসিতেছি না ।
They have not been living here for two years - তারা এখানে দুই বছর ধরে বাস করিতেছে না ।

Interrogative এর ক্ষেত্রে -
Have I been doing - আমি কি পূর্ব হইতে করিয়া আসিতেছি ?
Have they been living here for two years - তারা কি এখানে দুই বছর ধরে বাস করিতেছে ?


Other important topics :-