what is a verb example, Verb meaning in bengali


Verb ( ক্রিয়া ) :-

Parts of Speech এর একটি অত্যন্ত প্রয়োজনীয় অংশ হলো Verb . যে Word দ্বারা কোন কিছু কাজ করা বোঝায় তাকে Verb বলে ।

    Definition of Verb :-

    যে Word বা শব্দ দ্বারা কোন কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, আসা, যাওয়া প্রভৃতি বোঝায় তাকে Verb বলে ।
    যেমন - am, is, are, go, come, eat, have, has ইত্যাদি ‌।

    Types of Verb :-

    Verb -কে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় । যথা -
    ১. Principal or Main Verb
    ( প্রধান ক্রিয়াপদ )
    ২. Auxiliary or Helping Verb
    ( সাহায্যকারী ক্রিয়াপদ )

    Principal or Main Verb :-

    যে Verb বা ক্রিয়া অন্য কোন Verb এর সাহায্য ছাড়াই নিজে Sentence তৈরি করতে পারে তাকে Principal বা Main Verb বলে ।
    যেমন - He goes to school everyday .

    Principal বা Main Verb কে দুটি ভাগে ভাগ করা যায় । যথা -
    ক. Transitive Verb ( সকর্মক ক্রিয়া )
    খ. Intransitive Verb ( অকর্মক ক্রিয়া )

    • Transitive Verb :-

    যে Verb এর Object বা কর্ম থাকে তাকে Transitive Verb বলে ।
    যেমন - They eat rice - তারা ভাত খায় ।

    এই বাক্যে Verb হল eat এবং Object হল rice . অর্থাৎ eat হল Transitive Verb .

    • Intransitive Verb :-

    যে Verb এর Object বা কর্ম থাকে না তাকে Intransitive Verb বলে ।
    যেমন - I sleep - আমি ঘুমাই ।

    এই বাক্যে Verb হল sleep কিন্তু এই বাক্যে কোন Object নেই । অর্থাৎ sleep হল Intransitive Verb .

    অনেক সময় Intransitive Verb এর অর্থ সম্পূর্ণ করার জন্য আরো এক বা একাধিক Word এর প্রয়োজন হয় । এই Word গুলিকে Complement বলে ।
    যেমন - She is a dancer .
    এখানে a dancer হল Complement .

    কি করে বুঝবো কোন Verb এর Object আছে এবং কোন Verb এর Object নেই ?

    Verb কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে Verb এর Object আছে । আর যদি উত্তর পাওয়া না যায় তাহলে বুঝতে হবে যে Verb এর Object নেই ।
    যেমন - They eat rice - তারা ভাত খায় ।

    এই বাক্যে Verb হল eat . এখন যদি আমি eat কে প্রশ্ন করি যে তারা কি খায় তাহলে উত্তর পাব ভাত খায় । অর্থাৎ এই Verb এর কর্ম বা Object আছে ।
    আবার - I sleep - আমি ঘুমাই ।

    এই বাক্যে Verb হল sleep . এখন যদি আমি sleep কে প্রশ্ন করি যে আমি কি ঘুমাই বা কাকে ঘুমাই তাহলে উত্তর পাওয়া যাচ্ছে না । অর্থাৎ এই Verb এর কর্ম বা Object নেই ।

    প্রসঙ্গত উল্লেখ্য, এমন কতকগুলি Verb আছে যেগুলি Transitive এবং Intransitive উভয় রূপে ব্যবহৃত হয় ।
    যেমন - speak, talk, walk ইত্যাদি ।

    Auxiliary or Helping Verb :-

    যে সমস্ত Verb বাক্যের রুপের পরিবর্তন ঘটাতে Main Verb কে সাহায্য করে তাকে Auxiliary বা Helping বলে ।
    যেমন - do, am, is, are, have, has, shall, will, may, can ইত্যাদি ।

    Auxiliary বা Hello Verb কে দুটি ভাগে ভাগ করা যায় । যথা -
    ক. Primary Auxiliary Verb
    খ. Modal Auxiliary Verb

    • Primary Auxiliary Verb :-

    যে সমস্ত Verb মূল Verb এর Tense অনুযায়ী সাহায্যকারী হিসেবে বাক্যে ব্যবহৃত হয় তাদের Primary Auxiliary Verb বলে ।
    যেমন - am, is, are, have, has, do ইত্যাদি ।

    • Modal Auxiliary Verb :-

    যে সমস্ত Verb পারা, সম্ভাবনা, ইচ্ছা, প্রয়োজনীয়তা, অনুমতি চাওয়া ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয় তাদের Modal Auxiliary Verb বলে ।
    যেমন - can, may, need, shall ইত্যাদি ।

    এ ছাড়াও Verb এর কার্যক্রম অনুযায়ী Verb কে দুই ভাগে ভাগ করা যায় । যথা -
    ১. Finite verb ( সমাপিকা ক্রিয়া )
    ২. Non-Finite Verb ( অসমাপিকা ক্রিয়া )

    Finite verb :-

    যে Verb এর দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাকে Finite verb বলে ।
    যেমন - she likes coffee .

    Non-Finite Verb :-

    যে Verb এর দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় না তাকে Non-Finite verb বলে ।
    যেমন - Players are ready to play .


    Other important topics :-

    Articles

    Tense

    Noun

    Pronoun