![]() |
Voice ( বাচ্য )
Transitive Verb বা সকর্মক ক্রিয়া যুক্ত বাক্য গুলিকে কর্তা, কর্ম ও ক্রীয়া অনুসারে দুটি শ্রেণীতে ভাগ করা হয় । এই দুটি শ্রেণীকে Voice বা বাচ্য বলে ।
বাংলায় যাকে বাচ্য বলে ইংরেজিতে সেটিই হল Voice .
Voice Change কাকে বলে ?
Sentence বা বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে শুধুমাত্র Sentence টির বলার ধরন পরিবর্তন করার জন্য তার যে গঠনগত পরিবর্তন করা হয় তাকে Voice Change বলে ।
Voice কয় প্রকার ও কি কি ?
Voice দুই প্রকার । যথা -
১. Active Voice ( কর্তৃবাচ্য )
২. Passive Voice ( কর্মবাচ্য )
Active Voice :-
বাক্যে Subject বা কর্তা নিজে কাজ করলে Verb টি active হয় । একে Active Voice বলে ।
যেমন - The cat killed the mouse - বিড়ালটি ইঁদুরটিকে মেরেছিল ।
Passive Voice :-
বাক্যে কোনো ক্রিয়া Subject বা কর্তার দ্বারা কৃত হয় বোঝালে, তাকে Passive Voice বলে ।
যেমন - The mouse was killed by the rat - ইঁদুরটি বিড়ালটির ক দ্বারা হত ।
![]() |
Subject to Object Form |
Active Voice থেকে Passive Voice করার নিয়ম / বাচ্য পরিবর্তনের নিয়ম :-
বাচ্য পরিবর্তনের বেশ কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে । সেগুলি হল -
১. Active Voice এর Object টি Passive Voice এ Subject হবে ।
২. Passive Voice এ মূল Verb এর Past participle রুপ বসবে ।
৩. Active Voice এর Tense অনুযায়ী Passive Voice এর মূল Verb এর আগে 'be' Verb বসবে । Continuous Tense এর ক্ষেত্রে 'be' Verb এর সঙ্গে 'ing' যোগ হয় ।
৪. Active Voice এর Subject টি Passive Voice এ Object হয় এবং তার পূর্বে 'by' Preposition বসে ( তবে কিছু কিছু ক্ষেত্রে to, with, at বসে ) ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, 2nd Person এর Subject এবং Object এর কোনো রূপ পরিবর্তন হয় না ।
উদাহরণ :-
Active Voice : I eat rise - আমি ভাত খাই ।
Passive Voice : Rise is being eaten by me - ভাত আমার দ্বারা খাওয়া হয় ।
উপরের দুটি বাক্য ভালো করে লক্ষ্য করলে দেখবে একটি বাক্যের দুটি রূপ বা দুইভাবে বলা হয়েছে । অর্থাৎ Active থেকে Passive করা হয়েছে ।
Active Voice এ বাক্যটি ছিল - I eat rise .
এখানে I - Subject, eat - Verb এবং rise Object .
প্রথম নিয়ম অনুযায়ী, বাক্যটিকে Active থেকে Passive করার জন্য Active Voice এর Object ( rise ) কে Passive Voice এ Subject ( rise ) করা হয়েছে ।
দ্বিতীয় নিয়ম অনুযায়ী, Passive Voice এ মূল Verb ( eat ) এর Past participle রূপ হয়েছে ।
তৃতীয় নিয়ম অনুযায়ী, যেহেতু Active Voice টি Present Tense এ আছে তাই মূল Verb ( eat ) এর আগে 'be' Verb এর Present form ( is ) বসেছে ।
চতুর্থ নিয়ম অনুযায়ী, Active Voice এর Subject ( I ) টি Passive Voice এ Object ( me ) হয়েছে এবং তার আগে 'by' Preposition বসেছে ।
পৃথক পৃথক Sentence এর ক্ষেত্রে Voice Change এর নিয়মের সামান্য পরিবর্তন লক্ষ্য করা যায় । যেমন -
Assertive Sentence এর ক্ষেত্রে Active এবং Passive Voice এর রূপ -
Present Tense এর রূপ :-
Active : He plays football .( সে ফুটবল খেলে )
Passive : Football is played by him .
( ফুটবল তার দ্বারা খেলা হয় )
Past Tense এর রূপ :-
Active : He played football .( সে ফুটবল খেলেছিল )
Passive : Football was played by him .
( ফুটবল তার দ্বারা খেলা হয়েছিল )
Future Tense এর রূপ :-
Active : He will play football .( কে ফুটবল খেলবে )
Passive : Football will be played by him . ( ফুটবল তার দ্বারা খেলা হবে )
Interrogative Sentence এর ক্ষেত্রে Active এবং Passive Voice এর রূপ -
Interrogative Sentence এ দুই রকমের প্রশ্ন দেখা যায় - Yes/No Question এবং Wh Question .
Yes/No Question এর ক্ষেত্রে :-
Active Voice এ 'Do' দিয়ে প্রশ্ন করা হলে Passive করার সময় 'Do' এর জায়গায় 'Be' Verb দিয়ে শুরু হবে ।
Active : Do you know Sita ?
( তুমি কি সীতাকে জানো ? )
Passive : Is Sita known by you ?
( তোমার দ্বারা কি সীতাকে জানা হয় ? )
Active Voice এ 'Do' ছাড়া Be, Have, Can ইত্যাদি Verb দিয়ে প্রশ্ন করা হলে Passive Voice এ ওই Verb গুলোই বসবে ।
Active : Can Raju do this ?
( রাজু কি এটা করতে পারে ? )
Passive : Can this be done by Raju ?
( রাজুর দ্বারা কি এটা হতে পারে ? )
![]() |
Subject to Object Form |
Wh Question এর ক্ষেত্রে :-
Active Voice -এ Wh Word যেমন What Which, Where, When, How ইত্যাদি দিয়ে প্রশ্ন করা হলে Passive Voice করার সময় শুরুতে এই Word গুলিই বসে ।
Active : When will you do it ?
( তুমি কখন এটা করবে ? )
Passive : When will it be done by you ?
( তোমার দ্বারা কখন এটি করা হবে ? )
Active Voice -এ Who দিয়ে প্রশ্ন করা হলে Passive Voice এর শুরুতে Who এর জায়গায় 'By whom' হয় ।
Active : Who did this ?
( কে এটা করেছিল ? )
Passive : By whom was this done ?
( কার দ্বারা এটা করা হয়েছিল ? )
Imperative Sentence এর ক্ষেত্রে Active এবং Passive Voice এর রূপ -
Order বা আদেশ সূচক বাক্যের ক্ষেত্রে Passive Voice -এ 'Let' দিয়ে বাক্য শুরু করতে হয় ।
Active : Open the door .
( দরজাটি খোলো )
Passive : Let the door be opened .
( দরজাটি খোলা হোক )
Advice বা উপদেশ বোধক বাক্যের ক্ষেত্রে Passive Voice -এ Subject এর পরে 'Should' বসাতে হয় ।
Active : Obey your teachers .
( তোমার শিক্ষক মহাশয়দের মান্য করো )
Passive : Your teachers should be obeyed .
( তোমার শিক্ষক মহাশয় দের মান্য করা উচিত )
Request বা অনুরোধ বাচক বাক্যের ক্ষেত্রে Passive Voice-এ 'You are requested to' দিয়ে শুরু করতে হয় ।
Active : Please give me a pen .
( দয়া করে আমাকে কলমটা দাও )
Passive : You are requested to give me a pen .
( আমাকে কলমটি দেওয়ার জন্য তোমায় অনুরোধ করা হচ্ছে )
Other important topics :-
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন