'Voice' কথাটির বাংলা অর্থ হলো 'বাচ্য'।বাংলায় যাকে বাচ্য বলে ইংরেজিতে সেটিই হল Voice.
Voice কাকে বলে?
Transitive Verb বা সকর্মক ক্রিয়া যুক্ত বাক্য গুলিকে কর্তা, কর্ম ও ক্রীয়া অনুসারে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। এই দুটি শ্রেণীকে Voice বা বাচ্য বলে।
Voice Change in Bengali
Voice Change কাকে বলে?
Sentence বা বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে শুধুমাত্র Sentence টির বলার ধরন পরিবর্তন করার জন্য তার যে গঠনগত পরিবর্তন করা হয় তাকে Voice Change বলে।
Voice কয় প্রকার ও কি কি?
Voice দুই প্রকার। যথা -
১. Active Voice (কর্তৃবাচ্য)
২. Passive Voice (কর্মবাচ্য)
Active Voice :-
বাক্যে Subject বা কর্তা নিজে কাজ করলে Verb টি active হয়। একে Active Voice বলে।
যেমন -
The cat killed the mouse.
বিড়ালটি ইঁদুরটিকে মেরেছিল।
Passive Voice :-
বাক্যে কোনো ক্রিয়া Subject বা কর্তার দ্বারা কৃত হয় বোঝালে, তাকে Passive Voice বলে।
যেমন -
The mouse was killed by the rat.
ইঁদুরটি বিড়ালটির দ্বারা হত হয়েছিল।
Voice Change Subject to Object Chart of Pronoun
Subject | Object |
---|---|
I | Me |
We | Us |
You | You |
He | Him |
She | Her |
It | It |
They | Them |
Active Voice থেকে Passive Voice করার নিয়ম/বাচ্য পরিবর্তনের নিয়ম
বাচ্য পরিবর্তনের বেশ কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। সেগুলি হল -
১. Active Voice এর Object টি Passive Voice এ Subject হবে।
২. Active Voice এর Tense অনুযায়ী Passive Voice এর মূল Verb এর আগে 'be' Verb বসবে। Continuous Tense এর ক্ষেত্রে 'be' Verb এর সঙ্গে 'ing' যোগ হয়।
৩. Passive Voice এ মূল Verb এর Past participle রুপ বসবে।
৪. Active Voice এর Subject টি Passive Voice এ Object হয় এবং তার পূর্বে 'by' Preposition বসে (তবে কিছু কিছু ক্ষেত্রে to, with, at বসে)।
প্রসঙ্গত উল্লেখ্য যে, 2nd Person এর Subject এবং Object এর কোনো রূপ পরিবর্তন হয় না।
উদাহরণ :-
Active Voice : I eat rice. - আমি ভাত খাই।
Passive Voice : Rice is being eaten by me. - ভাত আমার দ্বারা খাওয়া হয়।
উপরের দুটি বাক্য ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে একটি বাক্যের দুটি রূপ বা দুইভাবে বলা হয়েছে। অর্থাৎ Active থেকে Passive করা হয়েছে।
Active Voice এ বাক্যটি ছিল - I eat rise .
এখানে I - Subject, eat - Verb এবং rice Object.
প্রথম নিয়ম অনুযায়ী, বাক্যটিকে Active থেকে Passive করার জন্য Active Voice এর Object (rice) কে Passive Voice এ Subject (rice) করা হয়েছে।
দ্বিতীয় নিয়ম অনুযায়ী, যেহেতু Active Voice টি Present Tense এ আছে তাই মূল Verb (eat) এর আগে 'be' Verb এর Present form (is) বসেছে।
তৃতীয় নিয়ম অনুযায়ী, Passive Voice এ মূল Verb (eat) এর Past participle form হয়েছে।
চতুর্থ নিয়ম অনুযায়ী, Active Voice এর Subject (I) টি Passive Voice এ Object (me) হয়েছে এবং তার আগে 'by' Preposition বসেছে।
Voice Change Rules in Bengali
পৃথক পৃথক Sentence এর ক্ষেত্রে Voice Change এর নিয়মের সামান্য পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন -
Assertive Sentence Voice Change Rules
Assertive Sentence এর ক্ষেত্রে Active এবং Passive Voice এর রূপ -
Present Tense এর রূপ :-
Active : He plays football.
(সে ফুটবল খেলে)
Passive : Football is played by him.
(ফুটবল তার দ্বারা খেলা হয়)
Past Tense এর রূপ :-
Active : He played football.
(সে ফুটবল খেলেছিল)
Passive : Football was played by him.
(ফুটবল তার দ্বারা খেলা হয়েছিল)
Future Tense এর রূপ :-
Active : He will play football.
(কে ফুটবল খেলবে)
Passive : Football will be played by him. (ফুটবল তার দ্বারা খেলা হবে)
Interrogative Sentence Voice Change Rules
Interrogative Sentence এর ক্ষেত্রে Active এবং Passive Voice এর রূপ -
Interrogative Sentence -এ দুই রকমের প্রশ্ন দেখা যায় - Yes/No Question এবং Wh Question.
Yes/No Question এর ক্ষেত্রে :-
Active Voice এ 'Do' দিয়ে প্রশ্ন করা হলে Passive করার সময় 'Do' এর জায়গায় 'Be' Verb দিয়ে শুরু হবে।
Active : Do you know Sita?
(তুমি কি সীতাকে জানো?)
Passive : Is Sita known to you?
(তোমার দ্বারা কি সীতাকে জানা হয়?)
উপরের বাক্যে you এর আগে to হয়েছে কারণ 'know' verb থাকলে by এর জায়গায় to হয়।
Active Voice এ 'Do' ছাড়া Be, Have, Can ইত্যাদি Verb দিয়ে প্রশ্ন করা হলে Passive Voice এ ওই Verb গুলোই বসবে।
Active : Can Raju do this?
(রাজু কি এটা করতে পারে?)
Passive : Can this be done by Raju?
(রাজুর দ্বারা কি এটা হতে পারে?)
Voice Change Subject to Object Chart of Wh words
Subject | Object |
---|---|
Who | Whom |
What | What |
Which | Which |
When | When |
Where | Where |
How | How |
Wh Question এর ক্ষেত্রে :-
Active Voice -এ Wh Word যেমন What Which, Where, When, How ইত্যাদি দিয়ে প্রশ্ন করা হলে Passive Voice করার সময় শুরুতে এই Word গুলিই বসে।
Active : When will you do it?
(তুমি কখন এটা করবে?)
Passive : When will it be done by you?
(তোমার দ্বারা কখন এটি করা হবে?)
Active Voice -এ Who দিয়ে প্রশ্ন করা হলে Passive Voice এর শুরুতে Who এর জায়গায় 'By whom' হয়।
Active : Who did this?
(কে এটা করেছিল?)
Passive : By whom was this done?
(কার দ্বারা এটা করা হয়েছিল?)
Imperative Sentence Voice Change Rules
Imperative Sentence এর ক্ষেত্রে Active এবং Passive Voice এর রূপ -
- Order বা আদেশ সূচক বাক্যের ক্ষেত্রে Passive Voice -এ 'Let' দিয়ে বাক্য শুরু করতে হয়।
Active : Open the door.
(দরজাটি খোলো)
Passive : Let the door be opened.
(দরজাটি খোলা হোক)
- Advice বা উপদেশ বোধক বাক্যের ক্ষেত্রে Passive Voice -এ Subject এর পরে 'Should' বসাতে হয়।
Active : Obey your teachers.
(তোমার শিক্ষক মহাশয়দের মান্য করো)
Passive : Your teachers should be obeyed.
(তোমার শিক্ষক মহাশয়দের মান্য করা উচিত)
- Request বা অনুরোধ বাচক বাক্যের ক্ষেত্রে Passive Voice-এ 'You are requested to' দিয়ে শুরু করতে হয়।
Active : Please give me a pen.
(দয়া করে আমাকে কলমটা দাও)
Passive : You are requested to give me a pen.
(আমাকে কলমটি দেওয়ার জন্য তোমায় অনুরোধ করা হচ্ছে)
Optative Sentence Voice Change Rules
Optative Sentence এর Voice Change এর ব্যবহার প্রায় নেই বললেই চলে তাও সকলের সুবিধার্থে এর Active এবং Passive Voice এর রূপ নীচে দেওয়া হল -
Optative Sentence এর শুরুতে যেহেতু May/Let থাকে, তাই Active থেকে Passive করার সময় Passive Voice এর শুরুতেও May/Let বসাতে হবে।
Active : May God bless you.
(ভগবান তোমার মঙ্গল করুন)
Passive : May you be blessed by God.
(তোমার মঙ্গল হোক ভগবানের দ্বারা)
Active : Let us never neglect our duty.
(আমরা যেন কখনও আমাদের কর্তব্য অবহেলা না করি)
Passive : Let our duty be never neglected (by us).
(আমাদের কর্তব্য যেন কখনও অবহেলা করা না হয়)
Exclamatory Sentence Voice Change Rules
Exclamatory Sentence এর Voice Change এর ব্যবহারও নেই বললেই চলে তাও সকলের সুবিধার্থে এর Active এবং Passive Voice এর রূপ নীচে দেওয়া হল -
Active : What a pity! They missed the chance.
(কি দুঃখের বিষয়! তারা সুযোগটা নষ্ট করল)
Passive : What a pity! The chance was missed by them.
(কি দুঃখের বিষয়! সুযোগটা নষ্ট করা হল তাদের দ্বারা)
Passive Voice থেকে Active Voice করার নিয়ম
Passive থেকে Active করার নিয়মগুলি হল -১. Passive Voice এর Agent বা যার দ্বারা কাজটি করা হয় সে -ই Active Voice এর Subject হয় এবং তার আগে by বসে না।
২. Passive Voice এর Be verb এর Tense অনুযায়ী Active Voice -এ Main verb বসে। Active Voice -এ Be verb থাকে না।
৩. Passive Voice এর Subject টি Active Voice -এ Object হিসেবে বসে।
উদাহরণ :-
Passive : The picture was drawn by her. - ছবিটা আঁকা হয়েছিল তার দ্বারা।
Active : She drew the picture. - সে ছবিটা এঁকেছিল।
প্রথম নিয়ম অনুযায়ী, বাক্যটিকে Passive থেকে Active করার জন্য Passive Voice এর Agent (Her) কে Active Voice এর Subject (She) করা হয়েছে এবং by তুলে দেওয়া হয়েছে।
দ্বিতীয় নিয়ম অনুযায়ী, Passive Voice এর Be verb এর Tense অনুযায়ী Active Voice -এ Main verb (drew) বসেছে এবং তার আগে কোনো Be verb বসেনি।
তৃতীয় নিয়ম অনুযায়ী, Passive Voice এর Subject (The picture) টিকে Active Voice -এ Object (The picture) করা হয়েছে।
Passive থেকে Active করার সময় অনেক সময় Active Voice এর Subject পাওয়া যায় না, তখন somebody, someone, people, they ইত্যাদি কে Subject হিসেবে ধরে নিয়ে Active Voice তৈরী করতে হয়।
উদাহরণ :-
Passive : It has been done very well.
(এটা খুব ভালোভাবে করা হয়েছে)
Active : Someone has done it very well.
(কেউ একজন এটা খুব ভালোভাবে করেছে)
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন