What is a Pronoun example, what is Pronoun


Pronoun ( সর্বনাম )

Pronoun -এর 'pro' শব্দের অর্থ 'স্বপক্ষে' এবং 'noun' শব্দের অর্থ 'নাম' । অর্থাৎ নাম এর স্বপক্ষে যে শব্দ বসে তাই হল Pronoun .

    Definition of Pronoun :-

    Noun -এর পরিবর্তে যে Word বা ‌শব্দ ব্যবহৃত হয় তাকে Pronoun বলে ।

    যেমন - he, she, it, they ইত্যাদি ।


    Why is it important to use Pronoun ?

    ধরা যাক, পরীক্ষায় Rabindranath Tagore এর biography লিখতে বলা হয়েছে ।

    যদি আমি এইভাবে লিখি --

    Rabindranath Tagore is a great poet . Rabindranath Tagore was born in Calcutta. Rabindranath Tagore wrote Gitanjali . Rabindranath Tagore won the Nobel Prize .

    এইভাবে প্রতিটি বাক্যে Rabindranath Tagore নামটি ব্যবহার করলে শুনতে খারাপ লাগে ।

    কিন্তু যদি আমি এইভাবে লিখি --

    Rabindranath Tagore is a great poet . He was born in Calcutta. He wrote Gitanjali . He won the Nobel Prize .

    তাহলে শুনতে ভালো লাগে । অর্থাৎ কোন Noun কে বাক্যে বারবার ব্যবহার না করে যদি তার Pronoun কে ব্যবহার করা হয় তাহলে বাক্যের মিষ্টত্ব বাড়ে এবং বাক্যটি শ্রুতিমধুর হয় ।

    এই কারণেই Pronoun ব্যবহার করা হয় ।


    Types of Pronoun :-

    Pronoun সাধারণত নয় প্রকারের হয়ে থাকে  । যথা -

    ১. Personal Pronoun

    ২. Indefinite Pronoun

    ৩. Distributive Pronoun

    ৪. Demonstrative Pronoun

    ৫. Relative Pronoun

    ৬. Interrogative Pronoun

    ৭. Reflexive Pronoun

    ৮. Reciprocal Pronoun

    ৯. Possessive Pronoun


    প্রসঙ্গত উল্লেখ্য, Noun এর Number ( বচন ), Gender ( লিঙ্গ ), Person (পুরুষ ) এবং Case ( কারক ) অনুসারে Pronoun হয় ।


    এই বিষয়গুলি সম্পর্কে সংক্ষেপে জেনে নিন :-

    Number

    Gender

    Person

    Case


    Definition of Personal Pronoun :-

    যে সমস্ত Pronoun কোন ব্যক্তি, বস্তু, বা প্রাণীর পরিবর্তে ব্যবহৃত হয় তাদের Personal Pronoun বলে ।

    যেমন - I, me , we, you, it, he, she, they ইত্যাদি ।


    Definition of Indefinite Pronoun :-

    যে সমস্ত Pronoun কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় তাদের Indefinite Pronoun বলে ।

    যেমন - anyone, someone, each, both, none, few ইত্যাদি ।


    Definition of Distributive Pronoun :-

    যে সমস্ত Pronoun এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথক করে বোঝায় তাদের Distributive Pronoun বলে ।

    যেমন - either, neither, each ইত্যাদি ।


    Definition of Demonstrative Pronoun :-

    যে সমস্ত Pronoun কোন ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে তাদের Demonstrative Pronoun বলে ।

    যেমন - this, that, these, those ইত্যাদি ।


    Definition of Relative Pronoun :-

    যে সমস্ত Pronoun দুটি Sentence এর মধ্যে সংযোগ স্থাপন করে বা সম্পর্ক তৈরি করে তাদের Relative Pronoun বলে ।

    যেমন - who, which, what, that ইত্যাদি ।


    Definition of Interrogative Pronoun :-

    যে সমস্ত Pronoun সাধারণত বাক্যের প্রথমে বসে এবং প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয় তাদের Interrogative Pronoun বলে ।

    যেমন - what, which, whom, whose ইত্যাদি ।


    Definition of Reflexive Pronoun :-

    যে সমস্ত Pronoun বাক্যের কর্তাকে নির্দেশ করে তাদের Reflexive Pronoun বলে ।

    যেমন - himself, itself, ourselves, yourself ইত্যাদি ।


    Definition of Reciprocal Pronoun :-

    যে সমস্ত Pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয় তাদের Reciprocal Pronoun বলে ।

    যেমন - each other, one another ইত্যাদি ।


    Definition of Possessive Pronoun :-

    যে সমস্ত Pronoun কোনো Noun এর ওপর অধিকার প্রকাশ করে তাদের Possessive Pronoun বলে ।
    যেমন - mine, ours, yours, his, hers, theirs, its ইত্যাদি ।

    প্রসঙ্গত উল্লেখ্য যে, my, our, your, his, her, its, their - এই Pronoun গুলি Noun এর পূর্বে বসে Adjective এর মতো‌ কাজ করে বলে এদের Possessive Adjective বা Pronominal Adjective বলে ।