Future Tense Examples, Definition of Future Tense


What is Future Tense ?

কোনো Sentence এ Subject অর্থাৎ Noun বা Pronoun এর ভবিষ্যৎ এর কাজ ক্রীয়ার যে রূপের মধ্যে দিয়ে প্রকাশ পায় তাই হল Future Tense

Definition of Future Tense :-

ভবিষ্যৎ কালে কোন কাজ ঘটবে বোঝাতে যে Tense ব্যবহৃত হয় তাকে Future Tense বলে ।

Types of Future Tense :-

Future Tense কে চারটি ভাগে ভাগ করা যায় । যথা -

১. Future Indefinite / Simple Future Tense

২. Future Continuous Tense

৩. Future Perfect Tense

৪. Future Perfect Continuous Tense

Future Indefinite Tense :-

ভবিষ্যৎ কালে কোনো কাজ বা ঘটনা সম্পন্ন হবে বোঝাতে  যে Tense ব্যবহৃত হয় তাকে Future Indefinite Tense বলে ।

এই Tense এ বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ব, বে, বো, বা ইত্যাদি থাকে । Verb এর পূর্বে 1st Person এ shall এবং 2nd ও 3rd Person এ will বসে এবং মূল Verb টি অপরিবর্তিত থাকে ।

Structure of Future Indefinite Tense :-

এই Tense এর গঠন নিচে দেওয়া হল 

Subject + Shall/Will + Main Verb (V0) + Object + Others

Examples :-

Affirmative Sentence এর ক্ষেত্রে -

I shall do - আমি করব ।

He will eat bread - সে রুটি খাবে ।


Negative Sentence এর ক্ষেত্রে -

I will not do - আমি করব না ।

He will not eat bread - সে রুটি খাবে না ।


Interrogative এর ক্ষেত্রে -

Shall I do - আমি কি করব ?

Will he eat bread - সে কি রুটি খাবে ?


Future Continuous Tense :-

ভবিষ্যৎ কালে কোনো কাজ চলছে থাকবে বা হতে থাকবে বোঝাতে যে Tense ব্যবহৃত হয় তাকে Future Continuous Tense বলে ।

এই Tense এ বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে তে যুক্ত থাকবে ।

Structure of Future Continuous Tense :-

এই Tense এর গঠন নিচে দেওয়া হল 

Subject + Shall/Will + Be + Main Verb + ing + Others

Examples :-

Affirmative এর ক্ষেত্রে -

They will be playing football - তারা ফুটবল খেলতে থাকবে ।

She will be signing a song - সে একটা গান গাইতে থাকবে ।


Negative এর ক্ষেত্রে -

They will not be playing football - তারা ফুটবল খেলতে থাকবে না ।

She will not be signing a song - সে একটা গান গাইতে থাকবে না ।


Interrogative এর ক্ষেত্রে -

Will they be playing football - তারা কি ফুটবল খেলতে থাকবে ?

Will she be singing a song - সে কি একটা গান গাইতে থাকবে ?


Future Perfect Tense :-

ভবিষ্যতে সম্পন্ন হবে এমন দুটি কাজের মধ্যে পূর্বে ঘটা কাজটিতে যে Tense ব্যবহৃত হয় তাকে Future Perfect Tense বলে ।

Structure of Future Perfect Tense :-

এই Tense এর গঠন নিচে দেওয়া হল 

Subject ( 1st Sentence ) + Shall/Will + have + Main Verb এর V3 Form ( Past Participle Form ) + before + Subject ( 2nd Sentence ) + Main Verb ( V0 ) + Others

Examples :-

Affirmative এর ক্ষেত্রে -

You will have reached home before it rains - বৃষ্টি আসার পূর্বে তুমি বাড়ি পৌঁছে যাবে ।

I shall have reached the station before the train comes - ট্রেন আসার পূর্বে আমি স্টেশনে পৌঁছে যাব । 


Negative এর ক্ষেত্রে -

You will have not reached home before it rains - বৃষ্টি আসার পূর্বে তুমি বাড়ি পৌঁছতে পারব না ।

I shall have not reached the station before the train comes - ট্রেন আসার পূর্বে আমি স্টেশনে পৌঁছতে পারব না । 


Interrogative এর ক্ষেত্রে -

Will you have reached home before it rains - বৃষ্টি আসার পূর্বে তুমি কি বাড়ি পৌঁছতে পারবে ?

Shall I have reached the station before the train comes - ট্রেন আসার পূর্বে আমি কি স্টেশনে পৌঁছতে পারব ?


Future Perfect Continuous Tense :-

যে Tense দ্বারা ভবিষ্যতে সম্পন্ন হবে এমন দুটো কাজের মধ্যে যেটা পূর্বে শুরু হয়ে ভবিষ্যতে চলতে থাকবে তাকে বোঝায় তাকে Future Perfect Continuous Tense বলে ।

Structure of Future Perfect Continuous Tense :-

এই Tense এর গঠন নিচে দেওয়া হল 

Subject ( 1st Sentence ) + Shall/will + have been + Main Verb + ing + Others

Examples :-

Affirmative এর ক্ষেত্রে -

I shall have been drawing before Roma comes - রমা আসার পূর্বে আমি আঁকিতে থাকিব ।

You will have been singing before teacher comes - শিক্ষক আসার পূর্বে তুমি গাইতে থাকবে ।


Negative এর ক্ষেত্রে -

I shall have not been drawing before Roma comes - রমা আসার পূর্বে আমি আঁকিতে থাকিব না ।

You will have not been singing before teacher comes - শিক্ষক আসার পূর্বে তুমি গাইতে থাকবে না ।


Interrogative এর ক্ষেত্রে -

Shall I have been drawing before Roma comes - রমা আসার পূর্বে আমি কি আঁকিতে থাকিব ?

Will you have been singing before teacher comes - শিক্ষক আসার পূর্বে তুমি কি গাইতে থাকবে ?


Other important topics :-

Parts of Speech

Number