Paragraph writing in English, what is paragraph writing


What is Paragraph Writing in English ?

Paragraph এর বাংলা হল অনুচ্ছেদ । কোন একটি বিষয়কে কেন্দ্র করে তার সম্পর্কে লেখা বাক্যের সমষ্টিকেই বলা হয় অনুচ্ছেদ রচনা বা Paragraph Writing .


    How to write a Paragraph ?

    Paragraph বা অনুচ্ছেদ লেখার নির্দিষ্ট কোন পদ্ধতি নেই । তবে Paragraph লেখার সময় আমাদের অবশ্যই কতগুলি বিষয় মাথায় রাখতে হবে । সেগুলি হল :-

    ১. যেকোনো Paragraph একটি বিষয়ের ওপর ভিত্তি করে গড়ে ওঠে । সেই বিষয়টিকে সমগ্র Paragraph জুড়ে বজায় রাখতে হবে ‌। বিষয়ের বাইরে কোনো অপ্রাসঙ্গিক বিষয়ের উল্লেখ করলে চলবে না ।
    ২. একটি Paragraph এর প্রতিটি বাক্যের মধ্যে একটি যোগ সূত্র থাকে ।
    ৩. বাক্যগুলি সহজ-সরল হবে যাতে বিষয়টি দুর্বোধ্য হয়ে না পড়ে ।
    ৪. Paragraph টি যাতে আয়তনে খুব বড় বা খুব ছোট হয়ে না যায় সেদিকে নজর রাখতে হবে ।

    What is the structure of a Paragraph ?

    প্রত্যেকটি Paragraph এর তিনটি অংশে থাকে -
    ১. ভূমিকা বা Introduction
    ২. মূল বক্তব্য বা Body
    ৩. উপসংহার বা Conclusion

    ভূমিকা :-

    ভূমিকা অংশটি 2 থেকে 3 টি বাক্যের মধ্যে হবে এবং এই অংশে বিষয় সম্পর্কে বলতে হবে ।

    মূল বক্তব্য :-

    এই অংশে বিষয়কে কেন্দ্র করে যাবতীয় তথ্য তুলে ধরতে হবে ।

    উপসংহার :- 

    উপসংহার অংশে বিষয় সম্পর্কে একটি সিদ্ধান্ত, অনুভূতি বা সতর্কবার্তা দিয়ে শেষ করতে হয় ।

    What is the word limit for Paragraphs ?

    মাধ্যমিক স্তরে অনুচ্ছেদ রচনার শব্দ সীমা 200 এর মধ্যে । উচ্চ স্তরে শব্দ সীমার কিছুটা পরিবর্তন হয় ।

    What are the types of Paragraph Writing ?

    বিষয়বস্তু অনুযায়ী Paragraph কে তিনটি ভাগে ভাগ করা যায় । যথা -
    ১. Descriptive Paragraph ( বর্ণনামূলক )
    ২. Narrative Paragraph ( বিবরণমূলক)
    ৩. Reflective Paragraph ( চিন্তামূলক )

    Descriptive Paragraph :-

    এই ধরনের Paragraph এ কোন একটি বিষয়কে বর্ণনা করতে হয় ।

    Narrative Paragraph :-

    এই ধরনের Paragraph এ কোন একটি বিষয়ের বিবরণ দিতে হয় ।

    Reflective Paragraph :-

    এই ধরনের Paragraph এ কোন একটি বিষয়ের উপর কোন একজন ব্যক্তির চিন্তা ভাবনার প্রতিফলন ঘটে ।