Adverb definition and examples, Adverb meaning in bengali


Adverb ( ক্রিয়া বিশেষণ )

Parts of Speech এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো Adverb .

    Definition of Adverb :-

    যে Word বা শব্দ দ্বারা Adjective ও Verb এর দোষ, গুন, অবস্থা ইত্যাদির প্রকাশ ঘটে তাকে Adverb বা ক্রিয়া বিশেষণ বলে ।
    যেমন - very ( অত্যন্ত ), slowly ( ধীরে ) ।

    Classification of Adverb :-

    Adverb কে তিন ভাগে ভাগ করা যায় । যথা -
    ১. Simple Adverb
    ( সাধারণ ক্রিয়া বিশেষণ )
    ২. Relative or Conjunctive Adverb
    ( সংযোজক ক্রিয়া বিশেষণ )
    ৩. Interrogative Adverb
    ( প্রশ্নবোধক ক্রিয়া বিশেষণ )

    Definition of Simple Adverb :-

    যে Adverb সাধারণভাবে কোন বাক্যের অবস্থার বর্ণনা দেয় তাকে Simple Adverb বলে ।
    যেমন - when, where, why, now, recently ইত্যাদি ।

    Simple Adverb -কে আট ভাগে ভাগ করা যায় । যথা -
    ক. Adverb of Time
    খ. Adverb of Place
    গ. Adverb of Number or Frequency
    ঘ. Adverb of Manner
    ঙ. Adverb of Quality or Degree
    চ. Adverb of Reason or Cause or Effect
    ছ. Adverb of Affirmation or Negation
    জ. Adverb of Order

    • Adverb of Time কাকে বলে ?

    যে Adverb বাক্যে কোন কাজ সম্পাদনের সময় কে সূচিত করে তাকে Adverb of Time বলে ।
    যেমন - today, tomorrow, now, then, often ইত্যাদি ।

    • Adverb of Place কাকে বলে ?

    যে Adverb বাক্যে কোন কাজ সম্পাদনের স্থান নির্দেশ করে তাকে Adverb of Place বলে ।
    যেমন - here, there, inside, outside, near, far ইত্যাদি ।

    • Adverb of Number or Frequency কাকে বলে ?

    যে Adverb বাক্যে কোন কাজ কতবার হচ্ছে অর্থাৎ কাজের সংখ্যাকে বোঝায় কাকে Adverb of Number or Frequency বলে ।
    যেমন - everyday, often, once, twice, never ইত্যাদি ।

    • Adverb of Manner কাকে বলে ?

    যে Adverb বাক্যে কোন কাজ কিভাবে হচ্ছে বা কাজের ধরন কে নির্দেশ করে তাকে Adverb of Manner বলে ‌।
    যেমন - fast, slowly, easily, suddenly, simply, badly ইত্যাদি ।

    • Adverb of Degree or Quality কাকে বলে ?

    যে Adverb বাক্যে কোন কাজ বা বস্তুর পরিমাণ নির্দেশ করে তাকে Adverb of Degree or Quality বলে ।
    যেমন - little, quite, enough, partly, greatly ইত্যাদি ।

    • Adverb of Reason or Cause or Effect কাকে বলে ?

    যে Adverb বাক্যে কোন কাজের কারণ এবং ফল নির্দেশ করে তাকে Adverb of Reason or Cause or Effect বলে ।
    যেমন - why, so, so that, hence ইত্যাদি ।

    • Adverb of Affirmation or Negation কাকে বলে ?

    যে Adverb বাক্যে কোন কাজ হ্যাঁ বাচক না না বাচক অর্থাৎ নিশ্চয়তা প্রকাশ করে তাকে Adverb of Affirmation or Negation বলে ।
    যেমন - yes, no, never, truely, indeed ইত্যাদি ।

    • Adverb of Order কাকে বলে ?

    যে Adverb বাক্যে কোন কাজ এর পর্যায়ক্রম সূচিত করে তাকে Adverb of Order বলে ।
    যেমন - first, second, third, fourth, fifth, last ইত্যাদি ।

    Definition of Relative or Conjunctive Adverb :-

    যে Adverb দুটি বাক্য কে সংযুক্ত করে তাকে Relative or Conjunctive Adverb বলে ‌।
    যেমন - why, when, where, how ইত্যাদি ।

    Definition of Interrogative Adverb :-

    যে Adverb দ্বারা কোন প্রশ্ন করা বোঝায় তাকে Interrogative Adverb বলে ।
    যেমন - What, why, when, where, how ইত্যাদি ।


    Other important topics :-