What is Degree ?
ইংরেজি গ্রামার এ Degree মানে কোন শিক্ষাগত উপাধি -কে বোঝায় না বরং তুলনা -কে বোঝায় । Degree সাধারণত Adjective এর হয় । তবে কিছু কিছু ক্ষেত্রে Adverb ( Adverb of Manner এবং Adverb of Quality ) এরও Degree of Comparison আছে ।Definition of Degree :-
যে Word বা শব্দ দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি অথবা বস্তুর মধ্যে তুলনা বোঝায় তাকে Degree বা Degrees of comparison বলে ।Types of Degree :-
কাজের গুণগত পার্থক্য বোঝানোর জন্য Degree কে তিনটি ভাগে ভাগ করা হয় । যথা -১. Positive Degree
২. Comparative Degree
৩. Superlative Degree
Definition of Positive Degree :-
দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে সমতা বোঝাতে যে Degree ব্যবহৃত হয় তাকে Positive Degree বলে ।এক্ষেত্রে কোনো রকম তুলো না বোঝায় না ।
চেনার উপায় :-
Positive Degree -র আগে ও পরে as থাকে । কোন কোন ক্ষেত্রে আগে so এবং পরে as থাকে ।Examples :-
ক. Rambabu is an old man - রামবাবু একজন বয়স্ক লোক ।খ. Ritu is as tall as Lalita - ঋতু ললিতার মতোই লম্বা ।
উপরের প্রথম বাক্যে কোনরকম তুলো না বোঝা যাচ্ছে না এবং দ্বিতীয় বাক্যে দুইজনের মধ্যে সমতা বোঝাচ্ছে ।
Definition of Comparative Degree :-
দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে যে Degree ব্যবহৃত হয় তাকে Comparative Degree বলে ।চেনার উপায় :-
Comparative Degree -র পরে than বসে ।Examples :-
ক. Ratan is taller than Shyam - রতন শ্যাম এর থেকে লম্বা ।উপরের বাক্যে রতন এবং শ্যাম এর মধ্যে তুলনা বোঝানো হয়েছে এবং Comparative Degree -র পরে than বসেছে ।
Definition of Superlative Degree :-
দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে যে Degree ব্যবহৃত হয় তাকে Superlative Degree বলে ।চেনার উপায় :-
Superlative Degree -র আগে the বসে এবং তারপর of বা in বসে ।Examples :-
ক. Ratan is the tallest students in the class - রতন শ্রেণীর মধ্যে সবচেয়ে লম্বা ছাত্র ।উপরের বাক্যে একটি শ্রেণীর মধ্যে অর্থাৎ দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে তুলনা বোঝানো হয়েছে এবং Superlative Degree -র আগে the ও পরে in বসেছে ।
Rules of Degree Change :-
Degree change করার বেশ কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে । সেগুলি হল -১. Positive Degree করার সময় Adjective এর কোন পরিবর্তন হয় না ।
২. Positive থেকে Comparative Degree করার সময় Adjective এর সঙ্গে er যোগ করতে হয় । যেমন -
Positive Comparative Superlative
Cold Colder Coldest
Slow Slower Slowest
৩. Superlative Degree করার সময় Adjective এর সঙ্গে est যোগ করতে হয় । যেমন -
Positive Comparative Superlative
Cold Colder Coldest
Slow Slower Slowest
৪. কোন Adjective এর শেষে যদি 'e' থাকে তাহলে তার সঙ্গে শুধু r বা st যোগ করে Degree change করা হয় । যেমন -
Positive Comparative Superlative
Brave Braver Bravest
Late Later Latest
৫. কোন Adjective এর শেষে যদি 'y' থাকে এবং তার আগে যদি consonant থাকে তবে y এর পরিবর্তে ier বা iest যোগ করতে হয় । যেমন -
Positive Comparative Superlative
Early Earlier Earliest
Busy Busier Busiest
যদি 'y' এর পূর্বে vowel থাকে তবে y এর কোন পরিবর্তন হয় না এবং তারপর er বা est বসে । যেমন -
Positive Comparative Superlative
Grey Greyer Greyest
৬. Adjective এর শেষে যদি consonant থাকে এবং তার আগে যদি vowel থাকে তবে er বা est যোগ করার আগে consonant টি double হয় । যেমন -
Positive Comparative Superlative
Big Bigger Biggest
Fat Fatter Fattest
৭. Syllable যুক্ত Adjective এর আগে more/less বসিয়ে Comparative এবং most/least বসিয়ে Superlative Degree করা হয় । যেমন -
Positive Comparative Superlative
Beautiful More/Less Most/Least
beautiful beautiful
Careful More/Less Most/Least
Careful Careful
৮. কিছু কিছু Adjective আছে যাদের Degree পরিবর্তন করার সময় অন্য word ব্যবহৃত হয় । যেমন -
Positive Comparative Superlative
Good Better Best
Bad Worse Worst
Far Farther Farthest
Other important topics :-
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন