Number ( বচন ) :-
Number এর বাংলা অর্থ হল সংখ্যা বা বচন । ইংরেজি ব্যাকরণে কোন Noun বা Pronoun এর সংখ্যা নির্ধারণ করতে number ব্যবহৃত হয় ।
Number কাকে বলে ?
Noun ও Pronoun এর সংখ্যাকে Number বলে ।
Number কত প্রকার ও কি কি ?
Number দুই ধরনের । যথা -
Singular Number ( একবচন )
Plural Number ( বহুবচন )
Singular Number :-
কোন Noun বা Pronoun এর দ্বারা যখন একজন ব্যক্তি, বস্তু, বা প্রাণী কে বোঝায় তখন তাকে Singular Number বলে ।
যেমন - boy, girl, cat, dog, pen, table ইত্যাদি ।
Plural Number :-
কোন Noun বা Pronoun দ্বারা যখন একাধিক ব্যক্তি, বস্তু, বা প্রাণী কে বোঝায় তখন তাকে Plural Number বলে ।
যেমন - boys, girls, cats, dogs, pens, tables ইত্যাদি ।
Singular Number থেকে Plural Number করার নিয়ম :-
কোন Noun কে Singular থেকে Plural করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে । সেগুলি হল -
১. সাধারণভাবে Singular Noun এর শেষে 's' যোগ করে Plural করা হয় ।
যেমন - book = books, dog = dogs, boy = boys ইত্যাদি ।
২. যে সমস্ত Noun এর শেষে es, s, sh, ch থাকে এবং উচ্চারণ 'চ' এর মত হয় অথবা যে সমস্ত Noun এর শেষে x, z থাকে সেই সমস্ত Noun কে Singular থেকে Plural করতে হলে তাদের শেষে 'es' যোগ করতে হয় ।
যেমন - class = classes, bench = benches, topaz = topazes ইত্যাদি ।
৩. যদি কোন Noun এর শেষে ch থাকে এবং তার উচ্চারণ 'চ' এর মত না হয়ে 'ক' এর মত হয় তবে সেই সমস্ত Noun এর শেষে es এর পরিবর্তে শুধু 's' যোগ করতে হয় ।
যেমন - monarch ( রাজা ) = monarchs, stomach ( পাকস্থলী ) = stomachs ইত্যাদি ।
৪. যদি কোন Noun এর শেষে f বা fe থাকে তবে তার Plural করার সময় f এর পরিবর্তে 'ves' বসাতে হয় ।
যেমন - leaf = leaves, wife = wives, life = lives ইত্যাদি ।
আবার এমন কতকগুলি Noun আছে যাদের শেষে f বা fe থাকলেও তাদের শেষে শুধুমাত্র 's' যোগ করে Plural করতে হয় ।
যেমন - chief = chiefs, roof = roofs ইত্যাদি ।
৫. যদি কোন Noun এর শেষে ff থাকে তবে তার শেষে শুধু 's' যোগ করে Plural করতে হয় ।
যেমন - buff ( মহিষ চর্ম ) = buffs, cliff ( খাড়া বাঁধ ) = cliffs ইত্যাদি ।
৬. কোন Noun এর শেষে যদি o থাকে এবং তার পূর্বে যদি vowel থাকে তবে তার Plural করার জন্য তার সঙ্গে শুধু 's' যোগ করতে হয় ।
যেমন - studio = studios, bamboo = bamboos ইত্যাদি ।
আবার যদি কোন Noun এর শেষে o থাকে এবং তার পূর্বে consonant থাকে তবে তার সঙ্গে 'es' যোগ করে Plural করতে হয় ।
যেমন - buffalo = buffaloes, mango = mangoes ইত্যাদি ।
৭. এমন কিছু Noun আছে যাদের শেষে 'n' যোগ করে Plural করতে হয় ।
যেমন - ox = oxen, child = children ইত্যাদি ।
৮. কোন Noun এর শেষে y থাকলে এবং তার আগে vowel থাকলে তার সঙ্গে 's' যোগ করে Plural করতে হয় ।
যেমন - boy = boys, key = keys, day = days ইত্যাদি ।
আবার কোন Noun এর শেষে y থাকলে এবং তার পূর্বে consonant থাকলে y এর পরিবর্তে 'ies' বসিয়ে Plural করতে হয় ।
যেমন - baby = babies, cry = cries, fly = flies ইত্যাদি ।
৯. এমন কিছু কিছু Noun আছে যাদের Plural করার সময় vowel পরিবর্তন করে Plural করা হয় ।
যেমন - foot = feet, mouse = mice, goose = geese ইত্যাদি ।
১০. একাধিক Word দ্বারা গঠিত Noun গুলির Plural করার ক্ষেত্রে ঐ Word গুলির মধ্যে যেটি প্রধান তার সঙ্গে 's' যোগ করে Plural করতে হয় ।
যেমন - son-in-law (জামাতা ) = son's-in-law, sister-in-law ( ননদ ) = sister's-in-law, father-in-law (শ্বশুর = father's-in-law ইত্যাদি ।
এরও কিছু কিছু ব্যতিক্রম আছে ।
যেমন - man servant ( চাকর ) = maid servant ইত্যাদি ।
১১. এমন অনেক গুলি Noun আছে যাদের শেষে 's' বা 'es' যুক্ত থাকে এবং তাদের উচ্চারণ Plural এর মত কিন্তু সেগুলি সব সময়ই Singular হয়ে থাকে ।
যেমন - thanks, politics, spectacles ইত্যাদি ।
১২. এমন কতগুলি Noun আছে যাদের Singular এবং Plural এ একটিই রূপ হয় । অর্থাৎ সেই সমস্ত Noun কে Singular থেকে Plural করার সময় কোনো পরিবর্তন হয় না ।
যেমন - deer = deer, cannon ( কামান ) = cannon ইত্যাদি ।
Other important topics :-
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন