Teach Past Tense, What is the past tense

What is Past Tense ?

Subject এর অতীতের কাজ ক্রীয়ার যে রূপের মধ্যে দিয়ে প্রকাশ পায় তাই হল Past Tense .

Definition of Past Tense :-

অতীত কালে কোন কাজ করা বা হওয়া বোঝাতে যে Tense ব্যবহৃত হয় তাকে Present Tense বলে ।

Types of Past Tense :-

Past Tense কে চারটি ভাগে ভাগ করা যায় । যথা -
১. Past Indefinite / Simple Past Tense
২. Past Continuous Tense
৩. Past Perfect Tense
৪. Past Perfect Continuous Tense

Past Indefinite Tense :-

অতীত কালে কোনো কাজ হয়েছিল, ঘটেছিল বা অতীতের অভ্যাস বোঝায় যে Tense এর দ্বারা তাকে Past Indefinite Tense বলে ।

এই Tense এ verb এর Past From হয় ।

Structure of Past Indefinite Tense :-

এই Tense এর গঠন নিচে দেওয়া হল
Subject + Verb ( Past From ) + Object + Others

Examples :-

Affirmative Sentence এর ক্ষেত্রে -

I did - আমি করেছিলাম ।

He ate bread - সে রুটি খেয়েছিল ।

Negative Sentence এর ক্ষেত্রে -

I did not do - আমি করিয়াছিলাম না ।

He did not eat bread - সে রুটি খায় নাই ।

Interrogative এর ক্ষেত্রে -

Did I do - আমি কি করিয়াছিলাম ?

Did he eat bread - সে কি রুটি খাইয়া ছিল ?


Past Continuous Tense :-

অতীত কালে কোনো কাজ শুরু হয়েছিল এবং তখনও চলছিল এবং শেষ হয়নি
বোঝাতে যে Tense ব্যবহৃত হয় তাকে Past Continuous Tense বলে ।

Past Continuous Tense বোঝার উপায় -
এই Tense এ বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিল, তেছিলে যুক্ত থাকে ।

Structure of Past Continuous Tense :-

এই Tense এর গঠন নিচে দেওয়া হল
Subject + ( was/were) + Verb + ing + Others

Examples :-

Affirmative এর ক্ষেত্রে -

It was raining heavily - ভারী বৃষ্টি হইতেছিল ।

She was doing - সে করিতেছিল ।

Negative এর ক্ষেত্রে -

It was not raining heavily - ভারী বৃষ্টি হইতেছিল না ।

She was not doing - সে করিতেছিল না ।

Interrogative এর ক্ষেত্রে -

Was it raining heavily - ভারী বৃষ্টি কি হইতেছিল ?

Was she doing - সে কি করিতেছিল ?


Past Perfect Tense :-

অতীত কালে ঘটে যাওয়া দুটি কাজের মধ্যে যেটি প্রথমে ঘটেছিল তাকে বোঝাতে যে Tense ব্যবহৃত হয় তাকে Present Perfect Tense বলে ।

Structure of Past Perfect Tense :-

এই Tense এর গঠন নিচে দেওয়া হল
Subject + had + Verb এর V3 Form ( Past Participle Form ) + Others + before + Subject ( 2nd Sentence ) + Verb

Examples :-

Affirmative এর ক্ষেত্রে -

You had seen the man before he left the place - লোকটি চলে যাওয়ার পূর্বে তুমি দেখেছিলে ।

She had gone to school before his uncle came - তার কাকা আসার আগেই সে স্কুলে গিয়েছিল ।

Negative এর ক্ষেত্রে -
You had not seen the man before he left the place - লোকটি চলে যাওয়ার পূর্বে তুমি দেখেনি ।

She had not gone to school before his uncle came - তার কাকা আসার আগে সে স্কুলে যায়নি ।

Interrogative এর ক্ষেত্রে -

Had you seen the man before he left the place - লোকটি চলে যাওয়ার পূর্বে তুমি কি তাকে দেখেছিলে ?

Had she gone to school before his uncle came - তার কাকা আসার আগে সে কি স্কুলে  গিয়েছিল ?


Past Perfect Continuous Tense :-

অতীতে কালে কোনো কাজ শুরু হয়েছে এবং দীর্ঘ সময় ধরে চলছে এরকম বোঝাতে যে Tense ব্যবহৃত হয় তাকে Past Perfect Continuous Tense বলে ।

Structure of Past Perfect Continuous Tense :-

এই Tense এর দুই ধরনের গঠন নিচে দেওয়া হল
প্রথম - Subject + had been + Verb + ing + Object + for / since + Time

দ্বিতীয় - Subject ( 1st Sentence ) + had been + Verb + ing + before / after + Subject ( 2nd Sentence ) + Verb + Others

Examples :-

Affirmative এর ক্ষেত্রে -
I had been drawing a picture for two hours - আমি 2 ঘন্টা ধরে একটি ছবি আঁকিতেছিলাম ।

They had been living here since the year 2000 - তারা এখানে 2000 সাল থেকে বাস করিতেছিলেন ।

You had been reading a book before father arrived - বাবা পৌঁছবার পূর্বে তুমি একটি বই পড়িতেছিলে ।

Negative এর ক্ষেত্রে -

I had not been drawing a picture for two hours - আমি 2 ঘন্টা ধরে একটি ছবি আঁকিতেছিলাম না ।

They had not been living here since the year 2000 - তারা এখানে 2000 সাল থেকে বাস করিতেছিলেন না ।

You had not been reading a book before father arrived - বাবা পৌঁছবার পূর্বে তুমি একটি বই পড়িতেছিলে‌ না ।

Interrogative এর ক্ষেত্রে -

Had I been drawing a picture for two hours - আমি কি 2 ঘন্টা ধরে একটি ছবি আঁকিতেছিলাম ?

Had they been living here since the year 2000 - তারা কি এখানে 2000 সাল থেকে বাস করিতেছিলেন ?

Had you been reading a book before father arrived - বাবা পৌঁছবার পূর্বে তুমি কি একটি বই পড়িতেছিলে ?


Other important topics :-