Bangla Meaning of English Sentence, Sentence meaning in bengali

Sentence বা বাক্য  কাকে বলে ?

কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন একটা সম্পূর্ণ অর্থ এবং মনের ভাব প্রকাশ করে তখন তাকে sentence বা বাক্য বলে।

যেমন -

I am Kamal - আমি কমল ।

I am a student - আমি একজন ছাত্র ।

উপরের দুটি বাংলা এবং দুটি ইংরেজি শব্দসমষ্টিরই একটি করে অর্থ আছে এবং প্রত্যেকটি শব্দসমষ্টিই একটি করে মনের ভাব প্রকাশ করছে । অর্থাৎ উপরের শব্দগুচ্ছ বা শব্দসমষ্টি গুলিকে sentence বা বাক্য বলা যায় ।

প্রসঙ্গত উল্লেখ্য মিলিত শব্দের সমষ্টি অর্থহীন হলে তাকে sentence বা বাক্য বলা যাবে না।

am Kamal I - হই কমল আমি ।

student am I a - ছাত্র হই আমি একটি ।

উপরে পাশাপাশি অবস্থিত বাংলা শব্দসমষ্টির যেমন কোনো অর্থ নেই, তেমনি পাশাপাশি অবস্থিত ইংরেজি word সমষ্টিরও কোন অর্থ নেই । অর্থাৎ এই দুটি শব্দসমষ্টি বা word-groupings  -কে sentence বা বাক্য বলা যাবে না ।


    One word sentence বা এক শব্দের বাক্য কী ?

    ইংরেজিতে কিছু কিছু শব্দ আছে যারা একক ভাবে অর্থ ও মনের ভাব প্রকাশ করতে পারে। এদের one word sentence বা এক শব্দের বাক্য বলে।

    উদাহরণ হিসেবে নিচের সংলাপটি লক্ষ্য করা যাক -

    Man : Hello ! Police !

    Police : Yes .

    Man : Accident .

    Police : Accident ! Where !

    Man : Dharmatala .

    এখানে Hello, Yes, Accident, Where - এই শব্দগুলির দ্বারা একটা মনের ভাব প্রকাশ পাচ্ছে অর্থাৎ এগুলি হল one word sentence.

    ইংরেজি বর্ণমালা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

    Sentence বা বাক্য তৈরী করার প্রয়োজনীয় শর্ত / how to make a sentence in english for beginners

    একটা sentence বা বাক্য তৈরী করতে গেলে আমাদের বেশ কিছু শর্ত মেনে চলতে হয় । সেগুলি হল -

    ১. একটা sentence সব সময় একটা capital letter বা বড়ো হাতের অক্ষর দিয়ে শুরু হয় ।

    ২. একটা sentence সব সময় শেষ হয় একটা full stop ( . ) বা একটা question mark ( ? ) বা একটা exclamation mark ( ! ) দিয়ে ।

    ৩. সাধারণত একটা sentence এর মধ্যে একটা subject বা কর্তা এবং একটা verb বা ক্রিয়া থাকে । তবে verb ছাড়াও একাধিক শব্দ দ্বারা sentence গঠন করা সম্ভব ।

    ৪. একটা sentence এর একটা সম্পূর্ণ ভাব এবং একটা অর্থ থাকে । 

    ৫. একটা sentence সাধারণভাবে দুই বা ততোধিক শব্দ দ্বারা গঠিত হয় । কিন্তু একটা শব্দ দ্বারাও বাক্য তৈরি সম্ভব ।


    Other important topics :-

    Word

    Phrase