'Sentence' শব্দটির বাংলা অর্থ হলো 'বাক্য'। আমরা যে কথাগুলো মুখে বলি, সেগুলোই যখন আমরা লিখিত আকারে প্রকাশ করি তখন তা বাক্য হিসেবে গণ্য হয়। অর্থাৎ কথার লিখিত রুপই হলো বাক্য।

নীচে ইংরেজি বাক্য ও তার গঠন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

Sentence in Bengali

Sentence কাকে বলে?, Sentence in Bengali

Sentence বা বাক্য  কাকে বলে?

কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন একটা সম্পূর্ণ অর্থ এবং মনের ভাব প্রকাশ করে তখন তাকে Sentence বা বাক্য বলে।

যেমন -
I am Kamal. - আমি কমল।
I am a student. - আমি একজন ছাত্র।

উপরের দুটি বাংলা এবং দুটি ইংরেজি শব্দসমষ্টিরই একটি করে অর্থ আছে এবং প্রত্যেকটি শব্দসমষ্টিই একটি করে মনের ভাব প্রকাশ করছে। অর্থাৎ উপরের শব্দগুচ্ছ বা শব্দসমষ্টি গুলিকে sentence বা বাক্য বলা যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, মিলিত শব্দের সমষ্টি অর্থহীন হলে তাকে sentence বা বাক্য বলা যাবে না।

am Kamal I - হই কমল আমি।
student am I a - ছাত্র হই আমি একটি।

উপরে পাশাপাশি অবস্থিত বাংলা শব্দসমষ্টির যেমন কোনো অর্থ নেই, তেমনি পাশাপাশি অবস্থিত ইংরেজি word সমষ্টিরও কোন অর্থ নেই । অর্থাৎ এই শব্দসমষ্টি বা word-groupings গুলিকে Sentence বা বাক্য বলা যাবে না।


One word sentence বা এক শব্দের বাক্য কী?

ইংরেজিতে কিছু কিছু শব্দ আছে যারা একক ভাবে অর্থ ও মনের ভাব প্রকাশ করতে পারে। এদের one word sentence বা এক শব্দের বাক্য বলে।

উদাহরণ হিসেবে নিচের সংলাপটি লক্ষ্য করা যাক -

Man : Hello! Police!
Police : Yes.
Man : Accident.
Police : Accident! Where!
Man : Dharmatala.

এখানে Hello, Yes, Accident, Where - এই শব্দগুলির দ্বারা একটা মনের ভাব প্রকাশ পাচ্ছে অর্থাৎ এগুলি হল one word sentence.

ইংরেজি বাক্য গঠনের নিয়ম :

একটা sentence বা বাক্য তৈরী করতে গেলে আমাদের বেশ কিছু শর্ত মেনে চলতে হয়। সেগুলি হল -

১. একটা sentence সব সময় একটা capital letter বা বড়ো হাতের অক্ষর দিয়ে শুরু হয়।

২. একটা sentence সব সময় শেষ হয় একটা full stop (.) বা একটা question mark (?) বা একটা exclamation mark (!) দিয়ে।

৩. সাধারণত একটা sentence এর মধ্যে একটা subject বা কর্তা এবং একটা verb বা ক্রিয়া থাকে। তবে verb ছাড়াও একাধিক শব্দ দ্বারা sentence গঠন করা সম্ভব।

৪. একটা sentence এর একটা সম্পূর্ণ ভাব এবং একটা অর্থ থাকে। 

৫. একটা sentence সাধারণভাবে দুই বা ততোধিক শব্দ দ্বারা গঠিত হয়। কিন্তু একটা শব্দ দ্বারাও বাক্য তৈরি সম্ভব।

উদাহরণ :-
I want to go abroad.

-এই ইংরেজি বাক্যটি উপরে বর্ণিত ইংরেজি বাক্য গঠনের সমস্ত নিয়ম মেনে চলেছে।

SVO Rule কী?

একটি সাধারণ ইংরেজি বাক্য গঠনের ক্রম হলো (Subject + Verb + Object).

অর্থাৎ একটি সাধারন ইংরেজি বাক্য তৈরির সময় আমরা প্রথমে Subject বসাই তারপর Verb বসাই এবং তারপর Object বসাই।