Types of Sentence in English Grammar

Sentence -কে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায় । যথা - 

১. Affirmative Sentence ( হ্যাঁ বাচক বাক্য )

২. Negative Sentence ( না বাচক বাক্য )

    Different kinds of Sentences from different perspectives :-

    অর্থের তারতম্য অনুযায়ী Sentence -কে  পাঁচটি ভাগে ভাগ করা যায়। যথা -

    ১. Assertive Sentence ( বর্ণনামূলক বা বিবৃতিমূলক )

    ২. Interrogative Sentence ( প্রশ্নবোধক )

    ৩. Imperative Sentence ( অনুজ্ঞাবাচক )

    ৪. Optative Sentence ( ইচ্ছামূলক )

    ৫. Exclamatory Sentence ( বিস্ময়সূচক )


    Assertive Sentence :-

    যে Sentence সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা দেয় তাকে Assertive Sentence বলে ।

    Structure :- Subject + Verb + Object

    Example :- The sky is blue.


    Interrogative Sentence :-

    যে Sentence দ্বারা কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে Interrogative Sentence বলে ।

    Structure :- 

    ক. Verb + Subject + Others

    খ. Wh word + Verb + Subject + Others

    Example :- 

    ক. Do you read ?

    খ. Why did you do it ?


    Imperative Sentence :-

    যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে Imperative Sentence বলে ।

    Structure :- Verb + Others

    Example :- Come here .


    Optative Sentence :-

    যে Sentence দ্বারা কোন ইচ্ছা, প্রার্থনা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Optative Sentence বলে ।

    Structure :- May/Let + Subject + Verb + Others

    Example :- May God bless you .


    Exclamatory Sentence :-

    যে Sentence দ্বারা আনন্দ, দুঃখ, ঘৃণা, বিষ্ময় ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Optative Sentence বলে ।

    Structure :- 

    ক. Interjection + Subject + Verb + Others

    খ. Wh word + Complement + Subject + Verb 

    Example :- 

    ক. Alas ! We have not won .

    খ. How nice the bird is !


    গঠন অনুযায়ী Sentence -কে তিনটি ভাগে ভাগ করা হয় । যথা -

    ১. Simple Sentence ( সরল বাক্য )

    ২. Complex Sentence ( জটিল বাক্য )

    ৩. Compound Sentence ( যৌগিক বাক্য )


    Simple Sentence :-

    যে Sentence এ একটি মাত্র Subject এবং একটি মাত্র Finite Verb থাকে তাকে Simple Sentence বলে ।

    Example :- Ratan is a good boy. 


    Complex Sentence :-

    যে Sentence এর মধ্যে একটি মাত্র Principal Clause এবং এক বা একাধিক Subordinate Clause থাকে তাকে Complex Sentence বলে ।

    Example :- I have a pen which is green .


    Compound Sentence :-

    যে Sentence এ দুই বা ততোধিক Coordinate Clause বা পরোক্ষ সম্পর্কযুক্ত স্বাধীন বাক্যাংশ and, but প্রভৃতির দ্বারা যুক্ত থাকে তাকে Compound Sentence বলে ।

    Example :- I go the shop and buy some potatoes .


    What is Noun is Apposition ?

    কোন একটি Sentence এ একটি Noun যখন অন্য একটি Noun এর পরে বসে প্রথম Noun টির গুণ বা পরিচয় বহন করে তখন দ্বিতীয় Noun টিকে Noun is Apposition বলা হয় ।

    Noun is Apposition এর আগে ও পরে comma ( , ) ব্যবহার করতে হয় ।

    Example :- Rabi, a student, reads in class ten .

    Other important topics :-

    Narration Change

    Gender

    Articles