Subject এবং Predicate হল বাক্যের বিভাগ। একটি ইংরেজি বাক্যেকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, যার একটি হল Subject এবং অপরটি হল Predicate. বাংলায় এদের যথাক্রমে উদ্দেশ্য এবং বিধেয় বলে।
Subject and Predicate in Bengali
নীচে Subject এবং Predicate নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো -
Subject কাকে বলে?
কোন একটি ইংরেজি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় বা যে কোনো কাজ করে তাকে Subject বা উদ্দেশ্য বলে।
উদাহরণ :- Mohan plays football.
মোহন ফুটবল খেলে।
- উপরের বাক্যে মোহনের সম্পর্কে কথা বলা হচ্ছে বা মোহন ফুটবল খেলার কাজটা করছে। তাই মোহন হল এই বাক্যের Subject বা উদ্দেশ্য।
- প্রসঙ্গত উল্লেখ্য যে, Verb - কে "কে" দিয়ে প্রশ্ন করলে Subject পাওয়া যায়।
বিঃ দ্রঃ -
Imperative sentence এ সাধারণত subject এর উল্লেখ থাকে না। এই সমস্ত বাক্যে Subject উহ্য থাকে, কারণ Imperative sentence আমারা তখন বলি যখন শ্রোতা আমাদের সামনে থাকে, তাই তখন Subject ব্যবহার করার প্রয়োজন হয় না।
যেমন -
Shut up.
Come here.
Obey your elders.
Don't run in the sun.
-উপরের সমস্ত বাক্যে Subject (You) উহ্য রয়েছে।
Predicate কাকে বলে?
কোন একটি ইংরেজি বাক্যে Subject সম্পর্কে যা কিছু বলা হয় তাকে Predicate বা বিধেয় বলে। বাক্যে Subject ব্যতীত বাকি সমস্ত অংশটাই হল Predicate.
উদাহরণ :- He is going to market.
সে বাজারে যাচ্ছে।
- উপরের বাক্যে He (সে) সম্পর্কে কিছু বলা হচ্ছে বা সে বাজারে যাওয়ার কাজটি করছে, তাই He হল Subject.
আর 'is going to market' - এই পুরো অংশটি হলো Predicate, কারণ Subject ব্যতীত বাক্যের সমস্ত অংশটাই হল Predicate.
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন