Mood এর বাংলা অর্থ হলো মেজাজ। ইংরেজি গ্রামারে Mood বলতে মূলত বোঝায় মানুষের কথা বলার ধরন। Mood শেখার আগে Types of Sentence (অর্থের ভিত্তিতে) শিখে নিলে Mood শেখা অনেক সহজ হয়ে যায়। নীচে Mood এর সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
Mood in English Grammar
Definition of Mood :-
Mood হল verb এর বিভিন্ন রূপ যার দ্বারা একজন বক্তার বিভিন্ন মনোভাব অথবা মনের অনুভূতি প্রকাশ পায়।
Types of Mood :-
Mood - কে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়, যথা -
১. Indicative Mood
Indicative Mood মূলত কোন সাধারণ বিষয় বা Fact, statement, প্রশ্ন করা, মতামত দেওয়া এবং অনুমান -কে নির্দেশ করে।
যেমন -
The sun rises in the east. (Fact)
Sushanta is ill. (Statement)
Where do you live? (Question)
I think you should not go there. (Opinion)
If it rains, I shall stay at home. (Assumption)
২. Imperative Mood
Imperative Mood সাধারণত আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদিকে বোঝায়। এটি Present Tense এ ব্যবহৃত হয় এবং Subject উহ্য থাকে।
যেমন -
Come here.
Obey your elders.
Please help me.
৩. Subjunctive Mood
Subjunctive Mood শর্ত, কল্পনা, ইচ্ছা, প্রস্তাব ইত্যাদি প্রকাশ করে। তবে Subjunctive Mood সাধারণত Impossibility -কে নির্দেশ করে এবং এখানে Traditional Grammar Rule এর ব্যতিক্রম দেখা যায়।
যেমন -
If I were a bird, I would fly. (Condition/Hypothesis)
I wish, I were a king. (Wish)
She suggested that he study harder. (Suggestion)
Indicative Mood এবং Subjunctive Mood এর পার্থক্য :-
Indicative Mood এবং Subjunctive Mood - এই দুইয়ের মধ্যেই Condition দেখা যায় তবে এদের মধ্যে মূল পার্থক্য হল Indicative Mood এ Possibility থাকে এবং Subjunctive Mood এ Impossibility থাকে।
যেমন -
If he goes there, he will be punished.
If I were you, I would accept it.
উপরের দুটি বাক্যই Conditional Sentence কিন্তু প্রথম বাক্যে possibility রয়েছে তাই এটি Indicative Mood আর দ্বিতীয় বাক্যে Impossibility রয়েছে তাই এটি একটি Subjunctive Mood এর উদাহরণ।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন