পৃথিবীর সমস্ত ভাষাকেই লিখে প্রকাশ করার জন্য কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় এবং সেই সাংকেতিক চিহ্নের সমষ্টিকে সেই ভাষার বর্ণমালা বলে।
ইংরেজি ভাষা শিখতে হলে প্রথমেই ইংরেজি বর্ণমালা সম্পর্কে জানা দরকার। নীচে ইংরেজি বর্ণমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
ইংরেজি বর্ণমালা
পৃথিবীর অন্যান্য ভাষার মতোই ইংরেজি ভাষাকেও লিখে প্রকাশ করার জন্য কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় যাদের সমষ্টিকে English Alphabet বা ইংরেজি বর্ণমালা বলে। ইংরেজি বইতে ছাপা অক্ষরগুলোকে সাধারণত Roman Letters বলে এবং হাতে লেখা অক্ষর গুলোকে সাধারণত Italic Letters বলে।
বর্তমানে যে ইংরেজি বর্ণমালাটি আমরা দেখি সেটি আসলে ল্যাটিন বর্নমালা। এই ইংরেজি বর্ণমালার কিছু সাধারণ বিষয় নীচে আলোচনা করা হল।
ইংরেজি বর্ণমালায় কতগুলি বর্ণ আছে এবং সেগুলো কি কি?
ইংরেজি বর্ণমালায় মোট ২৬ টি letter বা বর্ণ আছে। এই letter বা বর্ণগুলিকে বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষর - এই দুই ভাবে লেখা হয়ে থাকে। বড় হাতের বর্ণগুলিকে বলা হয় capital letters এবং ছোট হাতের বর্ণগুলিকে বলা হয় small letters.
Capital letters বা বড় হাতের বর্ণগুলি হল - A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X,Y, Z
Small letters বা ছোট হাতের বর্ণগুলি হল - a, b, c, d, e, f, g, h, I, j, k, l, m, n, o, p, q, r, s, t, u, v, w, x, y, z
প্রসঙ্গত উল্লেখ্য, 'A' এবং 'I' বর্ণ হলেও এরা word বা শব্দ হিসেবেও ব্যবহৃত হয়।
ইংরেজি বর্ণের বাংলা উচ্চারণ
- A, a = এ
- B, b = বি
- C, c = সি
- D, d = ডি
- E, e = ই
- F, f = এফ্
- G, g = জি
- H, h = এইচ্
- I, i = আই
- J, j = জে
- K, k = কে
- L, l = এল্
- M, m = এম্
- N, n = এন্
- O, o = ও
- P, p = পি
- Q, q = কিউ
- R, r = আর
- S, s = এস্
- T, t = টি
- U, u = ইউ
- V, v = ভি
- W w = ডব্লিউ
- X, x = এক্স
- Y, y = ওয়াই
- Z, z = জেড্
ইংরেজি বর্ণমালার বর্ণগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
ইংরেজি বর্ণমালার বর্ণগুলিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। যথা - vowel এবং consonant.
Vowel কাকে বলে ও কি কি?
যে বর্ণগুলি কারো সাহায্য ছাড়াই একা একা নিজে নিজেই উচ্চারিত হতে পারে তাদের vowel বা স্বরবর্ণ বলে। A, E, I, O, U এই পাঁচটি letter হল vowel বা স্বরবর্ণ।
Consonant কাকে বলে ও কি কি?
যে বর্ণগুলি vowel বা স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, নিজেরা একা একা উচ্চারিত হতে পারে না তাদের consonant বা ব্যঞ্জনবর্ণ বলে। পাঁচটি vowel (a, e, i, o, u) বাদে বাকি ২১ টি বর্ণ হল Consonant বা ব্যঞ্জনবর্ণ।
Semi vowel কাকে বলে ও কি কি?
ব্যঞ্জনবর্ণের মধ্যে w এবং y এই দুটিকে বলা হয় semi vowel বা অর্ধস্বর। এই দুটি বর্ণ যখন কোনো শব্দের মধ্যে বা শেষে বসে, তখন এদের vowel হিসেবে গণ্য করা হয় এবং যখন কোনো শব্দের প্রথমে বসে, তখন এদের consonant হিসেবে গণ্য করা হয়।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন