Modals in English Grammar, modal verbs list


Modal Auxiliary

Modal Verb বলতে মূলত Auxiliary Verb -কেই বোঝানো হয় । 

'Mood' বা 'Mode' থেকে Modal শব্দটি এসেছে যার অর্থ হল Attitude বা Manner ( ভঙ্গি বা ধরন ) ।


Characteristics of Modal Verbs :-

১. Modal Verb কখনো Main Verb ছাড়া একা ব্যবহৃত হতে পারে না ।

২. Modal Verb এর পর বসা Main Verb এর সর্বদা first form হয় ।

৩. Modal Verb এর সমস্ত প্রকার Tense হয় না ।

৪. Modal Verb এর সঙ্গে ing, s, es, ed ইত্যাদি কখনো যুক্ত হয় না ।


Use of Modal Verbs :-

Can এর ব্যবহার -

পারা, সামর্থ্য, সম্ভাবনা, অনুমতি দেওয়া বা নেওয়া অর্থে ব্যবহৃত হয় ।

যেমন - 

He can do it .

You can go .


Could এর ব্যবহার -

Can এর Past form রূপে ব্যবহৃত হয় ।

যেমন - 

She could draw from childhood .

You could inform me .


May এর ব্যবহার -

সম্ভাবনা, ইচ্ছা, প্রার্থনা, প্রস্তাব, অনিশ্চয়তা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয় ।

যেমন - 

May I come in ?

May God bless you .


Might এর ব্যবহার -

May এর Past form রূপে ব্যবহৃত হয় ।

 যেমন - 

You might go by train .

The news might be true .


Shall এর ব্যবহার -

ভবিষ্যতের কাজ, কোন কিছু জিজ্ঞাসা করা, নিশ্চয়তা, অনুমতি নেওয়া ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয় ।

যেমন -

Shall I start ?

He shall go there . 


Should এর ব্যবহার -

কর্তব্য, উদ্দেশ্য, বিনয় এবং উচিত অর্থে ব্যবহৃত হয় ।

যেমন -

We should obey our elders .

She should be grateful to her teacher .


Ought to এর ব্যবহার -

কর্তব্য, উপদেশ, সম্ভাবনা এবং উচিত অর্থে ব্যবহৃত হয় ।

যেমন -

You ought to consult a doctor .

We ought to obey our parents .


Will এর ব্যবহার -

ভবিষ্যতের কাজ, প্রশ্ন করা, অনুরোধ, প্রতিশ্রুতি ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয় ।

যেমন -

Will you go Kolkata ?

I will help you .


Would এর ব্যবহার -

Will এর Past form রূপে, ইচ্ছা, বিনয় ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয় ।

যেমন - 

I would like to help you .

They would not take rest .


Must  এর ব্যবহার -

জোর দিয়ে বোঝাতে, কর্তব্য, বাধ্যবাধকতা ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয় ।

যেমন -

I must help you .

You must complete your homework .


Used to এর ব্যবহার -

অতীতের অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয় ।

যেমন -

She used to walk daily in the morning .